• facebook
  • twitter
Wednesday, 22 January, 2025

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত রায়গঞ্জ মেডিক্যাল

চিকিৎসক ও নার্সদের মারধরের অভিযোগ

ফের রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তজনা ছড়িয়ে পড়ল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়। সেই মৃত্যুকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতালের পরিস্থিতি। এই ঘটনার প্রতিবাদে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফের কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

এদিন রোগীর মৃত্যুর পর ১৫-২০ জন হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধর করে বলে অভিযোগ। চিকিৎসকদের পাশাপাশি মারধর ও ধাক্কাধাক্কি করা হয় নার্সদেরও। এছাড়াও হাসপাতালে ভাঙচুর চালানো হয়।

চিকিৎসকদের দাবি, রোগীকে হাসপাতালে ভর্তি করার সময়ই তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। এরপরই রোগীর পরিবারের সদস্য সহ কয়েকজন বহিরাগত হাসপাতালের ভিতরে ঢুকে ভাঙচুর চালায়। মহিলা চিকিৎসক ও নার্সদের মারধর করা হয়।

হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ‘রাত্তিরের সাথী প্রকল্প’ শুধুমাত্র কাগজে কলমে। এর কোনও বাস্তবতা নেই। হাসপাতালে চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হয়নি। তাঁদের আরও দাবি, নিরাপত্তা না থাকার কারণেই বার বার এরকম ঘটনার সম্মুখীন হতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। মারধরের ঘটনার প্রতিবাদে ফের কর্মবিরতির ডাক দিয়েছেন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা।
এই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।যদিও চিকিৎসকদের অভিযোগ অস্বীকার করেছেন রোগীর পরিবারের সদস্যরা।

News Hub