দুর্গা পুজোর মুখেই বন্ধ হয়ে গেল বেলুড় মঠ লঞ্চ ঘাট ফেরি পরিষেবা। দুর্গাপুজোর বোনাসের দাবিতে হাওড়ায় আন্দোলনে নামলেন ফেরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। ফলে কোনও রকম আগাম নোটিস ছাড়াই বন্ধ হল পরিষেবা। এর জেরে সমস্যার সম্মুখীন হলেন নিত্যযাত্রীরা। এছাড়াও পুজোর সময় বহু দর্শনার্থী বেলুড় মঠে পুজো দেখতে যান। সমস্যা না মিটলে হতাশ হতে হবে তাঁদেরও। ফেরি সার্ভিসে সূত্রে খবর, ফারাক্কা থেকে শুরু করে, হাওড়া হয়ে সাগর পর্যন্ত প্রায় ২২৩ টি জেটি বন্ধ রয়েছে। অস্থায়ী কর্মীরা চুক্তিভিত্তিক কাজ করছেন। গত সাত-আট বছর সময় অতিবাহিত হলেও কর্মীদের স্থায়ী করা হয়নি। ফলে রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করছেন কয়েক হাজার শ্রমিক। শ্রমিকদের অভিযোগ, তাঁদের গত ৬ বছর ধরে বেতন বাড়েনি। এমনকি স্থায়ী কর্মীদেরও পুজোর সময় বোনাস দেওয়া হয়নি। এই সমস্ত দাবিকে সামনে রেখেই কর্মবিরতিতে যোগ দিয়েছেন কর্মীরা।
কর্মবিরতির জেরে রবিবার ছুটির দিন বেলুড়, দক্ষিণেশ্বর, বেলুড়-কুটিঘাটসহ বিভিন্ন রুটে ফেরি পরিষেবা বন্ধ হয়ে যায়। এদিকে দুর্গাপুজোর ভিড়ও শুরু হয়েছে। অসংখ্য মানুষ বেলুড়, দক্ষিণেশ্বর যাচ্ছেন। পুজোর দিনগুলিতে ভিড় বাড়বে আরও। তখন আরও সমস্যায় পড়তে হবে যাত্রীদের। যদিও এই বিষয়ে পরিবহন দপ্তরের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত, হাওড়ায় ফেরি পরিষেবার সঙ্গে মোট ৬৫০ জন কর্মী যুক্ত। এর মধ্যে স্থায়ী কর্মীর সংখ্যা ৩৬ জন।