• facebook
  • twitter
Saturday, 5 October, 2024

এক নজরে কলকাতা বইমেলার নির্ঘন্ট

২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। বইমেলার এবছরের থিম জানায়নি গিল্ড

৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার দিন প্রকাশ করল পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ২০২৫–এর তারিখ ঘোষণা করেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়। ২০২৫ সালের ২৮ জানুয়ারি থেকে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রতিবছরের মতো এবছরও সেন্ট্রাল পার্কে নিজেদের প্রকাশিত বইয়ের পসরা সাজিয়ে বসবেন পাবলিশার্সরা। ৯ ফেব্রুয়ারি বইমেলার অন্তিমতম দিন। মুখ্যমন্ত্রী হাত ধরেই শুরু হবে বইমেলার যাত্রা। ইতিমধ্যেই সমস্ত প্রকাশকদের ও খাবার ইত্যাদি যারা বিক্রি করবেন, তাঁদেরকে স্টলের জন্য আবেদনের দিন জানিয়ে দিয়েছে গিল্ড। ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। তবে বইমেলার এবছরের থিম কী হবে, তা এখনও জানায়নি গিল্ড।