• facebook
  • twitter
Friday, 22 November, 2024

‘পুজোর মুখে প্ররোচনামূলক নাটক’, জুনিয়র ডাক্তারদের কর্মসূচিকে কটাক্ষ কুণালের

কর্মবিরতি প্রত্যাহারের করে নতুন ভাবে আন্দোলন চালানোর কথা ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা। সেই কর্মসূচিকেই এবার কটাক্ষ করলেন কুণাল ঘোষ।

কর্মবিরতি প্রত্যাহারের করে নতুন ভাবে আন্দোলন চালানোর কথা ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা। সরকারের ওপর চাপ বাড়াতে রীতিমতো ডেডলাইন বেঁধে দিয়েছেন তারা। রাজ্য সরকার সেই দাবি না মানলে আমরণ অনশনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। জুনিয়র ডাক্তারদের নয়া কর্মসূচিকেই এবার কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

এক্স হ্যান্ডেলে কুণাল লিখেছেন, ‘সকালেই লিখেছিলাম, কর্মবিরতি তুলে অনশনের ছক হচ্ছে, পুজোর মুখে প্ররোচনামূলক নাটক করতে। মিলল তো?’ শুক্রবার সকালে কুণাল লিখেছিলেন, ‘দুই CPM, নকশাল সিনিয়র এখন জুনিয়রদের বোঝাচ্ছেন আমরণ অনশন করতে। পুলিশ তুললে ছবিও হবে, কর্মসূচিও শেষ। সরকারকে আমার অনুরোধ, অনশন হলে নিরাপত্তায় পুলিশ থাকুক। কিন্তু অনশনে যেন সরকার হস্তক্ষেপ না করে। অনশন ওঁরা করলে করুন। কেউ অসুস্থ হলে জুনিয়র, সিনিয়ররা দেখবেন। তাঁরা বুঝবেন।’

দিন কয়েক আগে এক্স হ্যান্ডেলে সিনিয়র ডাক্তারদেরও একহাত নেন কুণাল। রাজ্যসভার প্রাক্তন সদস্য লেখেন, উস্কানিদাতা সিনিয়রদের পুজোয় দেশবিদেশের টিকিট কাটা। সামলাতে হবে জুনিয়রদের। নাহলে ‘বিশেষ’ সমস্যা। তাই বিবেক জাগরিত উপদেশ। কর্মবিরতির বিকল্প ভাবো। এতদিন মনে হয়নি?

প্রসঙ্গত, শুক্রবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা করলেন জুনিয়র ডাক্তারেরা। তবে কাজে ফিরলেও লাগাতার আন্দোলন চলবে তাঁদের। একই সঙ্গে সরকারকে তাঁরা তাঁদের দাবি মানার জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছেন। আরও জানিয়েছেন, দাবি মানা না হলে আমরণ অনশনে যাবেন তাঁরা।

জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয়, ‘সাধারণ মানুষের পরিষেবার কথা ভেবেই আমরা কর্মবিরতি তুলে নিচ্ছি। আমরা বাধ্য হয়ে কর্মবিরতি শুরু করেছিলাম। এখন কোনও চাপের মুখে পড়ে তা প্রত্যাহার করছি, এরকম যেন কেউ মনে না করেন।’ তাঁদের কথায়, তাঁদের জেনারেল বডি মিটিং করেই তাঁরা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।