• facebook
  • twitter
Friday, 22 November, 2024

প্রত্যেক ভারতীয়র জন্য গুগলের এআই 

এআই কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহারিক এবং প্রাসঙ্গিক করে তোলাই লক্ষ্য গুগলের। 

ভারতে তাদের ১০ বর্ষ উদযাপনের মাধ্যমে গুগল তার লক্ষ লক্ষ ব্যবহারকারীর কাছে প্রযুক্তির নতুন সুবিধা নিয়ে আসতে চলেছে। ‘এআই অপরচুনিটি এজেন্ডা ফর ইন্ডিয়া’ নামক অভিযানের মাধ্যমে ভারতের বিভিন্ন ক্ষেত্র জুড়ে এআই কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহারিক এবং প্রাসঙ্গিক করে তোলাই লক্ষ্য গুগলের।

শুক্রবার গুগল শ্বেতপত্র প্রকাশ করে প্রযুক্তি-পরিকাঠামোর ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে একটি এআই কর্মীবাহিনী তৈরি করার মাধ্যমে ভারতে উন্নত এআই মডেল, জেমিনি ব্যবহার করে তার ব্যবসার আরও বিস্তারের ঘোষণা করল।

নতুন ফিচারগুলির মধ্যে রয়েছে গুগল সার্চে এআই ওভারভিউ এবং ভারতীয় ভাষায় জেমিনি লাইভ। গুগল ভিডিওর সঙ্গে সার্চের জন্য একটি নতুন গুগল লেন্স পরীক্ষাও চালু করেছে। শুধু তাই নয়, এটি আরও তথ্যপূর্ণ, পরিষ্কার ভিজ্যুয়াল এবং নিরাপদ ভ্রমণের জন্য গুগল ম্যাপে দুর্দান্ত বৈশিষ্ট্য যুক্ত করেছে।