ইজরায়েলের আক্রমণের সম্মুখীন হতে হল দক্ষিণ লেবাননের স্থলভাগকে। এই আক্রমণ শুরু করার ২৪ ঘন্টার মধ্যেই হতাহতের খবর আসতে শুরু করে। লেবাননের ভূখণ্ডের অভ্যন্তরে হিজবুল্লা জঙ্গিদের সঙ্গে তীব্র লড়াই শুরু হয় ইজরায়েলি সেনার। একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে হিজবুল্লার ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েলি সেনা। তবে যুদ্ধক্ষেত্রে এর মধ্যেই প্রাণ হারিয়েছেন তেলআভিভের ৮ সৈনিক। লেবাননে রক্তক্ষয়ী অভিযানের এই অভিযানের কথা স্বীকার করেছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস তথা আইডিএফ।
সমর বিশ্লেষকদের মতে, ইজরায়েল ও হেজবোল্লার মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তাতে হামাসের ষড়যন্ত্রই কার্যত সফল হচ্ছে। গত ৭ অক্টোবরের পর থেকে ইহুদি দেশটিতে একাধিকবার হামলা চালিয়েছে হেজবোল্লা। তাদের যুক্তি ছিল গাজায় হামাসকে সমর্থন জানিয়েই এই আক্রমণ শানানো হচ্ছে। পাশাপাশি লোহিত সাগর উত্তপ্ত করে রেখেছে ইরানের মদতপুষ্ট ইয়েমেনের হাউথিরা। কয়েক মাস আগেই তারা তেল আভিভের মার্কিন দূতাবাসের সামনে ড্রোন হামলা চালায়। সেখানেও ঘটে প্রাণহানি। ফলে সবদিক থেকে ইজরায়েলকে কার্যত ঘিরে ফেলেছে সশস্ত্র সংগঠনগুলো। আর এদের মাথায় রয়েছে ইরান। ফলে গাজায় হামাস কোণঠাসা হয়ে গেলেও ইজরায়েলের সঙ্গে সংঘর্ষ জারি রয়েছে। ক্রমেই গাজা থেকে এই সংঘাত বড় আকার ধারণ করে গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে।