জমি-জটের কারণে রাজ্যে আটকে রয়েছে রেলের একাধিক প্রকল্প। এই জমি জট কাটিয়ে যাতে দ্রুত কাজ শুরু করা যায় সেজন্য ফের রাজ্যকে এগিয়ে আসার অনুরোধ জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুধবার শিয়ালদহ স্টেশনে রেলের অনুষ্ঠানে এসে রেলমন্ত্রী রাজ্যের সহযোগিতা চান। তিনি বলেন, উন্নয়নের প্রশ্নে রাজনীতিকে দূরে রেখে ‘ন্যায়’ প্রতিষ্ঠায় গুরুত্ব দিতে হবে। তাঁর কথায়, কেন্দ্রীয় সরকার দশ-পা এগোলে রাজ্যকেও ইতিবাচক মনোভাব নিয়ে এক-পা এগিয়ে আসতে হবে।’
জমি- জটের সমস্যা কাটলে কলকাতা এবং সংলগ্ন এলাকায় আরও ২৬ কিলোমিটার পথে মেট্রোর সম্প্রসারণের কাজ এগিয়ে যেতে পারবে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ব্যারাকপুর, বারাসাত, বারুইপুর-সহ বিভিন্ন পথে মেট্রোর কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জমি এখনও বাধা হয়ে রয়েছে। এই প্রসঙ্গে বলার সময় মন্ত্রী জানান, ২০১৪ সাল পর্যন্ত মাত্র ২৮ কিলোমিটার মেট্রো পথ তৈরি হয়েছে। মোদী সরকারের আমলে গত ১০ বছরে ৩৮ কিলোমিটার মেট্রো পথ তৈরির কাজ এগিয়েছে বলে জানান রেলমন্ত্রী। ৬০ হাজার কোটি টাকার ৬১ টি রেল প্রকল্পের জন্য রাজ্যকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।