• facebook
  • twitter
Thursday, 3 October, 2024

মুম্বইকে জোর টক্কর, ইরানি কাপে ১৫১ রানে অপরাজিত অভিমন্যু

ইরানি কাপে তৃতীয় দিনের শেষে ১৫১ রানে অপরাজিত অভিমন্যু ঈশ্বরণ, সঙ্গে ৩০ রানে নট আউট অবস্থায় ক্রিজে আছেন ধ্রুব জুরেল

লখনউয়ের একানা স্টেডিয়ামে সেঞ্চুরি করলেন বাংলার তারকা ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরণ। ইরানি কাপে শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে শতরান পেলেন বাংলার ওপেনার অভিমন্যু। অবশিষ্ট ভারত একাদশের হয়ে খেলছেন অভিমন্যু ঈশ্বরণ। ১৫১ রানে অপরাজিত অভিমন্যু ঈশ্বরণ। এর আগে দলীপ ট্রফিতে ইন্ডিয়া বি টিমের হয়ে পরপর দুটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অভিমন্যু। সেপ্টেম্বরে হয়েছিল দলীপ ট্রফির ম্যাচ। ধারাবাহিক ভাবে পারফর্ম করে চলেছেন বাংলার এই ডান হাতি ব্যাটার।

একানা স্টেডিয়ামে চেনা ছন্দে দাপুটে ব্যাটিং করলেন অভিমন্যু। শতরান করতে ৮টি বাউন্ডারি মারেন তিনি। তাঁর ব্যাট থেকে বেরিয়ে এল ১টি ছক্কা। ঘরোয়া ক্রিকেটে নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে অভিমন্যুর দুর্দান্ত ব্যাটিংয়েই খুলে যেতে পারে জাতীয় দলের দরজা। পরপর টানা তিনটি সেঞ্চুরি করে জাতীয় দলের নির্বাচকদের নজর কেড়ে নিতে চাইছেন অভিমন্যু।

ইরানি কাপে মুম্বইয়ের হয়ে ২২২ রান করেন সরফরাজ খান। মুম্বইয়ের অধিনায়ক অজিঙ্ক রাহানে ৯৭ রানের ইনিংস খেলেন। মুম্বই প্রথম ইনিংসে তোলে ৫৩৭ রান। অবশিষ্ট ভারত ৪ উইকেট খুইয়ে ২৮৯ রান তুলেছে। ইরানি কাপে তৃতীয় দিনের শেষে ১৫১ রানে অপরাজিত রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। সঙ্গে ৩০ রানে নট আউট অবস্থায় ক্রিজে রয়েছেন ধ্রুব জুরেল। এখনও ২৪৮ রানে পিছিয়ে রয়েছে অবশিষ্ট ভারত।