• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মুখ্যমন্ত্রী পদের পর এবার সরকারি বাসভবন ছাড়তে চলেছেন কেজরিওয়াল

দলের তরফ থেকে বারবার তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে সরকারি বাসভবন ছেড়ে যেতে বারণ করা হয়। যদিও সেই কথায় কান না দিয়ে কেজরিওয়াল নিজের সিধান্তে অনড় থাকেন। তিনি বলেন ভয়ের কোন কারণ নেই তাঁর।

দিল্লির মুখ্যমন্ত্রী পদের পর এবার আম আদমি পার্টির সুপ্রিমো ছাড়তে চলেছেন সরকারি বাসভবন। ২১ শে মার্চ ২০২৪ এ দিল্লির বাসভবন থেকে আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন্দ কেজরিওয়াল। ৬ মাস পর ১৩ ই সেপ্টেম্বর জেল থেকে ছাড়া পান তিনি। ছাড়া পাওয়ার পরই ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চান তিনি।

আর তারপরই ১৭ই সেপ্টেম্বর দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী পদের ইস্তফাপত্র দেন কেজরিওয়াল। আর তারপরই দলের তরফ থেকে জানানো হয়, খুব শীঘ্রই সরকারি বাসভবনও ছাড়তে চলেছেন কেজরিওয়াল। সেই মতো ৪ঠা অক্টোবর, শুক্রবার নিজের বাসভবন ছাড়তে চলেছেন কেজরিওয়াল।

জানা গিয়েছে, শুক্রবার তিনি সরকারি বাসভবন খালি করে উঠতে চলেছেন নয়া দিল্লিতে অবস্থিত তাঁর নিজের বাড়িতে। এদিকে দলের একাংশের তরফে বারবার তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে সরকারি বাসভবন ছেড়ে যেতে বারণ করা হয়। যদিও সেই কথায় কান না দিয়ে কেজরিওয়াল নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। তিনি বলেন, ভয়ের কোনও কারণ নেই। ঈশ্বর তাঁকে রক্ষা করবেন।