• facebook
  • twitter
Thursday, 3 October, 2024

বিহারে আরজেডি-র সাধারণ সম্পাদককে গুলি, তুমুল চাঞ্চল্য 

বিহারের মুঙ্গেরে আরজেডি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। বৃহস্পতিবার সকালে হাঁটতে বেরিয়েছিলেন বিহার আরজেডির অন্যতম সাধারণ সম্পাদক পঙ্কজ যাদব। মুঙ্গের-জামালপুর রোডের নওলাক্কা এলাকার এয়ারপোর্ট গ্রাউন্ডে মর্নিং ওয়াক করার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। 

বিহারের মুঙ্গেরে আরজেডি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। বৃহস্পতিবার সকালে হাঁটতে বেরিয়েছিলেন বিহার আরজেডির অন্যতম সাধারণ সম্পাদক পঙ্কজ যাদব। মুঙ্গের-জামালপুর রোডের নওলাক্কা এলাকার এয়ারপোর্ট গ্রাউন্ডে মর্নিং ওয়াক করার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। 

প্রত্যক্ষদর্শীদের মতে, দুই আততায়ো বাইক নিয়ে এসেছিল। পঙ্কজের কাছাকাছি পৌঁছে গুলি চালায় তারা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই আরজেডি নেতা। তিনটি গুলি লাগে তাঁর। পথচারীরাই তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। আপাতত পঙ্কজ যাদবের অবস্থা স্থিতিশীল।

হামলাকারীদের চিহ্নিত করেছেন পঙ্কজ যাদবের বাবা রামচরিত প্রসাদ যাদব। দুই হামলাকারীর নাম – মিঠু যাদব এবং নমন যাদব, এমনটাই দাবি রামচরিতের। তিনি বলেন, মিঠু যাদব বুধবার সন্ধ্যায় আমার বাড়িতে এসেছিলেন। একটি ফৌজদারি মামলায় আমার ছেলের সঙ্গে দেখা করেছিলেন। উনি আইনি সহায়তা চেয়েছিলেন কিন্তু আমার ছেলে তাকে সহায়তা করার বিষয়ে রাজি হয়নি। তাই মিঠু ও তাঁর বন্ধু নমন যাদব আমার ছেলেকে লক্ষ্য করে গুলি চালাল। 

মুঙ্গের সদরের ডিএসপি রাজেশ কুমার ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। ডিএসপি কুমার বলেন, মিঠু যাদব-সহ দু’জনের নামে অভিযোগ পেয়েছি। এদিকে আরজেডি নেতার উপর হামলার ঘটনায় বিহারের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আরজেডির মুখপাত্র এজাজ আহমেদ এই হামলার তীব্র নিন্দা করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির তুমুল সমালোচনা করেছেন।

আহমেদের কথায়, সুশাসনের নামে বিহারে কার্যত অরাজকতা প্রত্যক্ষ করছে। এটা স্পষ্ট যে বিরোধী নেতাদের টার্গেট করার জন্য উত্তরপ্রদেশের মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিরোধী দলের নেতা-কর্মীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে।