সামনেই আসছে দুর্গাপুজো। আর ৮ দিন বাদেই শুরু হবে দুর্গোৎসব। তার মাঝেই বেড়ে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ৫০ টাকা বেড়ে গিয়েছে। ১৯ কেজি সিলিন্ডারের দাম বাড়ানো হল ৪৮.৫০ টাকা। আবার ১২ টাকা দাম বেড়েছে ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের। ১২০ টাকা বাড়ানো হয়েছে ৪৭.৫ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ২০২৪ লোকসভা ভোটের পরবর্তী সময়ে লাগাতার তিন মাস ধরে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েই চলেছে। রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমানোর বিষয়ে কোনও মন্তব্য করছে না কেন্দ্রীয় সরকার। বারংবার রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় সমস্যা বাড়ছে নিম্ন মধ্যবিত্তদের। তবে গৃহস্থদের রান্নাঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি।
নতুন করে দাম বাড়ার ফলে কলকাতায় ১৯ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৫০.৫০ টাকা। সেপ্টেম্বরে ১৯ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে খরচ হত ১৮০২.৫০ টাকা। ৪৮ টাকা দাম বাড়ার জেরে মুখভার আমজনতার। ৪৭.৫ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেও শহর কলকাতায় ১২০ টাকা দাম বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, লোকসভা ভোট মিটতেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম লাগাতার বেড়েই চলেছে। যার জেরে খাবার ব্যবসায়ীদের অস্বস্তি বাড়ছে। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় পুজোর মুখে হোটেল-রেস্তরাঁ মালিকদের কপালে চিন্তার ভাঁজ। রেস্তরাঁতে খাবারের দাম বাড়ানো হবে কিনা সেবিষয়ে এখনও কিছু ভাবেননি মালিকরা। গ্যাসের দাম বাড়ার ফলে রেস্তরাঁয় খাবারের মূল্যবৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুজোয় বেরিয়ে বাইরে হোটেলে খাওয়ার সময় খাবারের দাম খানিক বেড়ে গেলে পকেটে চাপ পড়বে মধ্যবিত্তদের।