• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কলকাতা সহ জেলায় জেলায় এনআইএ-র হানা

মাওবাদী যোগ সংক্রান্ত অভিযোগের তদন্তেই একযোগে রাজ্যের ১২টি জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সাতসকালে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় এনআইএ হানা। মাওবাদী যোগ সংক্রান্ত অভিযোগের তদন্তেই একযোগে রাজ্যের ১২টি জায়গায় হানা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, ঝাড়খণ্ডের রাঁচিতে রেজিস্টার্ড হওয়া একটি কেসের তদন্তের সূত্রেই এনআইএ রাঁচির টিম এই তল্লাশি চালাচ্ছে। তাদের সঙ্গে রয়েছেন কলকাতার আধিকারিকেরা।

সূত্রের খবর, কলকাতার নেতাজিনগরের পাশাপাশি উত্তর ২৪ পরগনার ঘোলা, পানিহাটি, নদিয়ার রানাঘাট, পশ্চিম বর্ধমান জেলার কুলটি সহ মোট ১২টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন এনআইএ-র আধিকারিকেরা। কয়েক মাস আগে ধৃত মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামীকে জেরা করেই বেশ কিছু তথ্য পেয়েছে এনআইএ, এমনটাই খবর সূত্রের।

চলতি বছরের শুরুতে পুলিশের হাতে গ্রেপ্তার হয় সিপিআই (মাওবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বেঙ্গল ইনচার্জ সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর ওরফে বিজয়। তাঁর মাথার দাম ১০ লক্ষ টাকা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায় সব্যসাচী দীর্ঘদিন মাওবাদী কার্যকলাপ চালাচ্ছিল বলে অভিযোগ।

সব্যসাচীর সঙ্গে কারা কারা যুক্ত ছিল, সেটাই খতিয়ে দেখতে চাইছেন এনআইএ আধিকারিকেরা। মাওবাদী কার্যকপালের পৃষ্ঠপোষক কারা, কীভাবে এই কার্যকলাপের জন্য টাকা আসছে, মূলত তা জানার জন্যই আজকের এনআইএ হানা, এমনটাই খবর মিলেছে জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসের শুরুতে ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের তদন্তে রাজ্যে হানা দিয়েছিল এনআইএ। বিজেপি নেতা খুনে অভিযুক্তদের বাড়ি সিলও করে দেন আধিকারিকেরা। প্রায় ২০০ জন আধিকারিক ১৪টি দলে ভাগ হয়ে সেদিন তল্লাশিতে নেমেছিলেন। এর আগেও একাধিকবার ময়নায় হানা দেয় এনআইএ।