একটি জীবিত হস্তি শাবক ভেসে যাচ্ছিল জলঢাকা নদীর স্রোতে। তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন নাগরাকাটার বাসিন্দারা। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে যায় প্রাণীটি। সোমবার এই বিরল ঘটনাটি ঘটে নাগরাকাটা বস্তি এলাকায়। যদিও ওই হস্তি শাবকটি নদীতে ভেসে এসেছে আরও অনেক দূর থেকে। প্রথমে তাকে হিলা চা বাগানের পার্শ্ববর্তী এলাকায় জলঢাকা নদীতে ভেসে আসতে দেখা যায়। সেখানকার লোকজন হস্তি শাবকটিকে উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হন।
এরপর সেটি ভাসতে ভাসতে আরও প্রায় ১০ কিলোমিটার জলপথ অতিক্রম করে। হাতিটি নাগরাকাটা এলাকাতে প্রবেশ করতেই এখানকার বস্তি এলাকার বাসিন্দাদের নজরে পড়ে। তাঁরা সঙ্গে সঙ্গে নদীতে নেমে ওই হস্তি শিশুটিকে উদ্ধার করেন। এদিকে ঘটনার খবর দেওয়া হয় বনবিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন লাটাগুড়ি ও চালসা রেঞ্জের বনকর্মীরা। হস্তি শিশুটিকে উদ্ধারের পর বনকর্মীরা চিকিৎসার ব্যবস্থা করেন বলে বনদপ্তরের তরফে জানানো হয়েছে।