• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

পদক ঝুলিয়ে মনু ভাকের

তিনি প্রিন্টেড শাড়ি পরেও অনুষ্ঠানে আমন্ত্রণ রক্ষা করেছেন।

প্যারিস অলিম্পিক গেমসের শ্যুটার মনু ভাকের জোড়া পদক জিতেছেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের পাশাপাশি ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র ইভেন্টেও ব্রোঞ্জ পদক জেতেন মনু ভাকের। ভারতের এই কৃতি অ্যাথলিট দেশে ফিরতেই বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেই সব অনুষ্ঠানে মনু ভাকেরকে দেখা গিয়েছে অলিম্পিকের ওই দুটি পদক গলায় ঝুলিয়ে মঞ্চে উপস্থিত হতে। মনু ভাকেরকে ওই অবস্থায় দেখে অনেকেই নানা রকম কথা বলেছেন। এমনকি তিনি প্রিন্টেড শাড়ি পরেও অনুষ্ঠানে আমন্ত্রণ রক্ষা করেছেন। আর তখনই মনু ভাকের উপস্থিত দর্শকদের জানিয়ে দেন ভারতের হয়ে প্যারিস অলিম্পিকে পদক পেয়েছি। অনেকেই আমাকে মঞ্চে দেখলেই বলে থাকেন পদকগুলো দেখান। তখন আমি গর্বের সঙ্গে সেই কাজটা করে থাকি। এটাই আমার সুন্দর যাত্রা ভাগ করে নেওয়ার রাস্তা।