• facebook
  • twitter
Wednesday, 25 September, 2024

চেন্নাইয়ের বিরুদ্ধে আজ জিততে মরিয়া মহমেডান

সামনে যে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচ জেতার জন্য মাঠে নামতে হবে আমাদের। অতীতে কী হয়েছে তা নিয়ে সময় নষ্ট না করে নিজেদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করতে হবে। তাই ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে হবে।

কলকাতার অন্যতম প্রধান দল মহমেডান স্পোর্টিং চলতি মরশুমে আইএসএল ফুটবলে খেলতে নেমেছে। সাদা-কালো শিবিরের সমর্থকরাও দারুণভাবে উৎসাহিত। ইতিমধ্যেই দু’টি ম্যাচ খেলে ফেলেছে মহমেডান স্পোর্টিং। কিন্তু এখনও পর্যন্ত তারা জয়ের মুখ দেখতে পায়নি।

তবে, সমর্থকরা খুশি মহমেডান স্পোর্টিংসের খেলা দেখে। নাই বা আসুক জয়, তবুও খেলোয়াড়দের সাহসী ভূমিকা দেখে খুশি। আইএসএলের অভিষেকে প্রথম দুই ম্যাচে জিততে না পারলেও সবার মন জয় করে নিয়েছে মহমেডান এসসি। নর্থইস্ট ইউনাইটেড ও এফসি গোয়ার বিরুদ্ধে ছন্দময় ও ভাল ফুটবল খেলেও শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাতছাড়া হয়েছে তাদের। এবার লিগের প্রথম অ্যাওয়ে ম্যাচে মহমেডানকে খেলতে হবে বৃহস্পতিবার চেন্নাইয়েন এফসি’র বিরুদ্ধে।

দল ভাল খেললেও প্রথম অ্যাওয়ে ম্যাচে অচেনা পরিবেশের সঙ্গে দলের ছেলেরা কতটা মানিয়ে নিতে পারবে, এই নিয়ে কিছুটা চিন্তায় রয়েছেন মহমেডানের রাশিয়ান কোচ আন্দ্রেই চেরনিশভ। চেন্নাইয়ে উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘আইএসএলে কোনও দলই খারাপ নয়। আবার কোনও দলেরই সব সময় সমান ভাল বা খারাপ যায় না। ফল দেখেই বোঝা যাচ্ছে সেটা। সব ম্যাচের জন্য তৈরি থাকতে হয়। চেন্নাইয়েন গত মরশুমে দারুন খেলেছিল। এ বার ওরা আরও ভাল খেলতে চায়। আমাদের কাছেও এটা প্রথম অ্যাওয়ে ম্যাচ। নতুন পরিবেশে গিয়ে খেলতে হবে।’

চেন্নাইয়েন এফসি সম্পর্কে চেরনিশভ বলেন, ‘ওরা ভাল দল। নিজস্ব স্টাইল আছে। এই ম্যাচের পরিকল্পনা নিয়ে আজ ও কাল দলের ছেলেদের সঙ্গে কথা বলব। তবে আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। গত দুই ম্যাচের পারফরম্যান্স ধরে রাখতে হবে। আমাদের নিজেদের খেলা খেলতে হবে।’

চেন্নাইয়েন এফসি যেখানে এক ম্যাচে তিন পয়েন্ট পেয়েছে, সেখানে মহমেডানের দু’টি ম্যাচে সংগ্রহ এক পয়েন্ট। এর প্রভাব অবশ্য চেন্নাইয়ের ম্যাচে পড়বে না বলেই মনে করেন রাশিয়ান কোচ। তিনি বলেন, ‘আমরা কত পয়েন্ট পেয়েছি বা আমাদের প্রতিপক্ষ কত পয়েন্ট পেয়েছে, তা নিয়ে ভাবতে রাজি নই। আমাদের ভাল খেলতে হবে, এটাই আসল কথা। মনে রাখতে হবে, সামনে যে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচ জেতার জন্য মাঠে নামতে হবে আমাদের। অতীতে কী হয়েছে তা নিয়ে সময় নষ্ট না করে নিজেদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করতে হবে। তাই ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে হবে।’