• facebook
  • twitter
Tuesday, 24 September, 2024

চেয়ারে বসে কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত

পার্টি অফিসে বসে কথাবার্তা চলার মাঝে হঠাৎই আবেগঘন হয়ে পড়েন সুকন্যা মণ্ডল

বাড়ি ফিরে নিজের চেয়ারে বসে কান্নায় ভেঙে পড়লেন প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সকালে বাড়ি ফিরে নিজের অফিসে এসে বসেন অনুব্রত মণ্ডল। বাবার সঙ্গেই অফিসে বসেছিলেন মেয়ে সুকন্যা মণ্ডল। নিচুপট্টির পার্টি অফিসে নিজের চেয়ারে বসে প্রায় ঘণ্টাখানেক বৈঠক সারেন অনুব্রত মণ্ডল। সেখানে উপস্থিত ছিলেন কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বৃত্তে থাকা কিছু লোকজনকেও দেখা যায় নিচুপট্টির অফিসে।

পার্টি অফিসে বসে কথাবার্তা চলার মাঝে হঠাৎই আবেগঘন হয়ে পড়েন সুকন্যা মণ্ডল। কিছু একটা কথা বলার সময় কেঁদে ফেলেন সুকন্যা মণ্ডল। খুব স্পষ্ট কিছু শোনা যায়নি। মেয়ে ভেঙে পড়েছে দেখে আবেগ ধরে রাখতে পারেননি দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। কান্না নিয়ন্ত্রণের চেষ্টা করেও পারলেন না তিনি। দু’হাত দিয়ে চোখ চেপে ধরেন অনুব্রত মণ্ডল।

বাড়ি ফিরেই অনুব্রত মণ্ডল বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। শারদীয়ার শুভেচ্ছা জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভালোবাসি। দিদি যেমন আমাকে ভালোবাসেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা বাংলা, দেশের মানুষ ভালবাসেন। আমার পায়ের অবস্থা খারাপ। শরীর ভাল থাকলে দিদির সঙ্গে দেখা করব।’

অতিরিক্ত পরিশ্রম হওয়ায় মঙ্গলবার বাড়ি ফিরে বিশ্রাম নিয়েছেন অনুব্রত মণ্ডল। চা এবং ওআরএস খেয়েছেন তিনি। বিকেলে রাঙাবিতানে যেতে পারেন অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাৎয়ের বিষয়ে বাড়ছে জোর জল্পনা।

প্রসঙ্গত, প্রিয় নেতাকে স্বাগত জানাতে নিচুপট্টির রাস্তায় ভিড় তৃণমূল কর্মী-সমর্থকদের। সবুজ আবির খেলেছেন দলীয় কর্মীরা। শারদীয়া দুর্গোৎসবের আগেই যেন পুজোর আনন্দ ফিরেছে এলাকায়। অনুব্রত মণ্ডলের প্রিয় নকুলদানা বিলিয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। অনুব্রত মণ্ডলের কনভয় এলাকায় ঢুকতেই শঙ্খ বাজানো হয় ও উলুধ্বনি চলে। অনুগামীদের তরফে শুরু হয় পুষ্পবৃষ্টি।