• facebook
  • twitter
Monday, 23 September, 2024

আরজি কর কাণ্ডের প্রতিবাদে পদত্যাগ আইএমএ কলকাতা শাখার সহসভাপতির

আইএমএ হেড কোয়ার্টারের নির্দেশের পরে সন্দীপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এমনটাই জানালেন কৌশিক বিশ্বাস।

আইএমএ কলকাতা শাখার সহসভাপতির পদ থেকে পদত্যাগ করলেন কৌশিক বিশ্বাস। আইএমএ কলকাতা শাখার সভাপতি এবং আইএমএ রাজ্য শাখাকে ইমেল পাঠিয়ে পদত্যাগ, জানালেন কৌশিক বিশ্বাস। পদত্যাগের নেপথ্যে রয়েছে আরজি কর কাণ্ডে আইএমএ কলকাতা শাখার নিষ্ক্রিয়তা। আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আইএমএ কলকাতা শাখার সদস্য ছিলেন। সন্দীপ ঘোষের বিরুদ্ধেও স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হয়নি। আইএমএ হেড কোয়ার্টারের নির্দেশের পরে সন্দীপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এমনটাই জানালেন কৌশিক বিশ্বাস।

পদত্যাগের পর কৌশিক বিশ্বাস জানান, ‘আমি আইএমএ কলকাতা শাখার সহসভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছি। সেই সংক্রান্ত একটি ইমেল সংগঠনের সভাপতিকে পাঠিয়েছি। রাজ্য কমিটিকেও সিদ্ধান্তের কথা জানিয়েছি। আরজি করে যা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে আইএমএ-র কলকাতা শাখার ভূমিকা ছিল খুবই হতাশাজনক। তা থেকেই আমার এই সিদ্ধান্ত। গত দেড় মাসে আইএমএ-র কলকাতা শাখা তেমন কোনও পদক্ষেপ করেনি। আমি এটা মেনে নিতে পারছিলাম না। সহসভাপতি হিসেবে এই নিষ্ক্রিয়তার দায় আমি এড়াতে পারি না। তাই পদত্যাগ করলাম। বর্তমানে আইএমএর কলকাতা শাখা যে বা যাঁরা চালান, তাঁরা যে বিশেষ গোষ্ঠীর অন্তর্ভুক্ত, তাঁদের সঙ্গে আমি কাজ করতে পারছি না। যে গোষ্ঠী আইএমএর কলকাতা শাখার অন্দরে সক্রিয়, তাঁদের কাজ মেনে নিতে তাঁর সমস্যা হচ্ছিল।’