• facebook
  • twitter
Monday, 23 September, 2024

আরএসপি কলেজের জন্য মন্ত্রীসভার  ৭০ কোটি টাকা অনুমোদন

সম্প্রতি তাঁর দাবিতে রাজ্য সরকার সহমতি জ্ঞাপন করে আরএসপি কলেজের জন্য কেবিনেট ৬৭.১২ কোটি টাকা স্বীকৃতি দেয়। এই খবর ঝরিয়া অঞ্চলে হওয়ার মত ছড়িয়ে পড়ে। সকলে বিধায়ক পূর্ণিমা নীরজ সিংহ কে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়।

ঝরিয়ার মাটির তলায় জ্বলছে আগুন। আর এই আগুনের প্রকোপে আসবে বলে খনি অঞ্চলের ঐতিহাসিক কলেজ হিসেবে পরিচিত আরএসপি কলেজ সরকারের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়। ঝরিয়া থেকে বহুদূর বেলগড়িয়াতে একটি ভবনে স্থানান্তরিত করা হয়। সেখানে কলেজ চলতে থাকলে ও ঝরিয়া অঞ্চলের ছেলেমেয়েরা প্রচণ্ডভাবে অসুবিধায় পড়ে যায় বলে এই অঞ্চলের মানুষের অভিযোগ। ঝরিয়া অঞ্চলের সাধারণ মানুষ এই নিয়ে আন্দোলন করে। কিন্তু কোনও লাভ হয় না। আন্দোলনকে সমর্থন করে ঝরিয়ার বিধায়ক পূর্ণিমা নীরজ সিংহ এগিয়ে আসে। তিনি আন্দোলনকারী ও ঝরিয়াবাসীকে সমর্থন করে প্রতিশ্রুতি দেন, পুনরায় ঝরিয়াতে আরএসপি কলেজ স্থাপিত করা হবে, নতুন বিল্ডিং হবে। এর পর বিধায়ক পূর্ণিমা নীরজ সিংহ ঝাড়খণ্ড বিধানসভায় বারবার দাবি জানাতে থাকেন। সম্প্রতি তাঁর দাবিতে রাজ্য সরকার সহমত জ্ঞাপন করে আরএসপি কলেজের জন্য কেবিনেট ৬৭.১২ কোটি টাকা স্বীকৃতি দেয়। এই খবর ঝরিয়া অঞ্চলে হওয়ার মত ছড়িয়ে পড়ে। সকলে বিধায়ক পূর্ণিমা নীরজ সিংহ কে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়।

বাজি ফাটায়। মিষ্টি বিতরণ করে। এই বিষয়ে বিধায়ক পূর্ণিমা নীরজ সিংহ সাংবাদিকদের বলেন, আমি ঝরিয়াবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই কথা রেখেছি। তিনি বলেন এতদিন ঝরিয়া কে উৎখাত করার রাজনীতি চলছিল। গত ২০১৭ সালে ঝরিয়া আর এস পি কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল। পড়ুয়া যুবকদের অসহায় করে তুলেছিল। এখানকার ছেলেমেয়েরা জঙ্গলে গিয়ে পড়াশুনা করছিল। নতুন করে আরএসপি কলেজ হওয়া মানে ঝরিয়ার নতুন বিকাশের অধ্যায় শুরু হওয়া।
সেজন্য সাধারণ মানুষ বিধায়কের কাছে কৃতজ্ঞ।