• facebook
  • twitter
Friday, 22 November, 2024

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানো নিয়ে ফারুক আব্দুল্লার সমালোচনা অমিত শাহের

'তাঁরা (ফারুক আব্দুল্লাহ সহ অন্যান্য বিরোধীরা) সন্ত্রাসীদের জেল থেকে মুক্ত করতে চায়। কিন্তু নরেন্দ্র মোদি সরকার সন্ত্রাসবাদকে মাটির অনেক গভীরে কবর দিয়েছে। কোনও সন্ত্রাসী বা পাথর ছোঁড়ার কাজে যারা জড়িত, তাদের জেল থেকে মুক্ত করা হবে না।'

৩৭০ অনুচ্ছেদ নিয়ে ফারুক আবদুল্লাহর অভিব্যক্তি নিয়ে নিন্দা করেছেন অমিত শাহ। পাশাপাশি সন্ত্রাস শেষ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনার কথা পুনর্ব্যক্ত করা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ফারুক আবদুল্লাহকে তীব্র ভর্ৎসনা করেছেন তিনি । রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩৭০ ধারা, যা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছে, তা কখনই পুনরুদ্ধার করা হবে না।

৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনার নিয়ে আবদুল্লাহর সাম্প্রতিক বিবৃতির সমালোচনা করে শাহ বলেন, আগামী প্রজন্মের কাছে ৩৭০ অনুচ্ছেদটি অতীতের বিষয় হয়ে থাকবে। শাহ নির্বাচন-নির্ভর জম্মু ও কাশ্মীরের নওশেরায় একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় একথা বলেন। তিনি বলেন, ‘ফারুক সাহাব বলেছেন যে, তাঁরা ৩৭০ ধারা ফিরিয়ে আনবেন। কিন্তু আমি তাঁকে বলতে চাই, এটি আগামী প্রজন্মের জন্য আর ফিরিয়ে আনা যাবে না।’

তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মীরের ভয়ের দিন শেষ হয়েছে। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের শাসনকালে উপত্যকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ‘এখন, বাঙ্কারের প্রয়োজন নেই। কারণ কেউ গুলি চালানোর সাহস করতে পারে না। তিনি বলেন, “আগার ওয়াহান দেখ, গলি আয় তো গলি কা জওয়াব গোলে সে দিয়া যায়েগা (অর্থাৎ ওরা যদি গুলি ছোঁড়ে, তার জবাবে সেখানে গোলা ছোঁড়া হবে)।”

শাহ অভিযোগ করেছেন, জম্মু ও কাশ্মীরে ফারুক আবদুল্লাহর বাবা শেখ আবদুল্লাহর চালু করা পতাকা ফের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁরা শেখ আবদুল্লাহর পতাকা ফিরিয়ে আনতে চায়। কিন্তু আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, জম্মু ও কাশ্মীরে শুধুমাত্র আমাদের তেরঙ্গা পতাকায় উত্তোলন করা হবে।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তৃতায় এদিন পাকিস্তানের সঙ্গে কথাবার্তার কোনও সম্ভাবনাকেও খারিজ করে দিয়েছেন। এবিষয়ে তিনি মোদী সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেছেন যে, আলোচনা তখনই সম্ভব হবে, যখন দেশটি তার সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করবে।

ফারুক আব্দুল্লাহ সহ এনসি-কে বিঁধে অমিত শাহ বলেন, ‘তাঁরা চায়, আমরা পাকিস্তানের সঙ্গে আলাপ আলোচনা করি। কিন্তু সন্ত্রাসবাদের অবসান না হওয়া পর্যন্ত আমরা পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনার পক্ষে নই।’

এদিন অমিত শাহ কারাগারে বন্দী সন্ত্রাসবাদীদের মুক্তি নিশ্চিত করার প্রচেষ্টারও সমালোচনা করেছেন। এবিষয়ে তিনি জম্মু-কাশ্মীরের জনতাকে আশ্বস্ত করে বলেন, ‘তাঁরা (ফারুক আব্দুল্লাহ সহ অন্যান্য বিরোধীরা) সন্ত্রাসীদের জেল থেকে মুক্ত করতে চায়। কিন্তু নরেন্দ্র মোদি সরকার সন্ত্রাসবাদকে মাটির অনেক গভীরে কবর দিয়েছে। কোনও সন্ত্রাসী বা পাথর ছোঁড়ার কাজে যারা জড়িত, তাদের জেল থেকে মুক্ত করা হবে না।’