• facebook
  • twitter
Sunday, 22 September, 2024

বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় ভারতের, কাজে এল না শান্তর লড়াই

ব্যাট-বলে ভেল্কি দেখানোর সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার হলেন রবিচন্দ্রন অশ্বিন

চতুর্থ দিনের শুরুতেই প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ভারত। ভারতীয় বোলারদের বিরুদ্ধে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের জিততে প্রয়োজন ছিল ৫১৫ রানের। মাত্র ২৩৪ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। ২৮০ রানে বড় জয় রোহিত শর্মাদের। অশ্বিন-জাডেজার স্পিনের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ৮২ রান করে আউট হন বাংলাদেশের অধিনায়ক শান্ত।

চেন্নাই টেস্টে ব্যাট হাতে প্রথম ইনিংসে সেঞ্চুরির পাশাপাশি দ্বিতীয় ইনিংসে বল হাতেও ম্যাজিক দেখালেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ৮৮ রানে ৬ উইকেট নিলেন অশ্বিন। ব্যাট-বলে ভেল্কি দেখানোর সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার হলেন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ৫৮ রানে ৩ উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকান শুভমন গিল ও ঋষভ পন্থ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিত ব্রিগেড।

প্রসঙ্গত, ভারত সফরে আসার আগে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে জয় পায় বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে ২ টেস্টের সিরিজে জয়ী হয় বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের মাটিতে পাওয়া সাফল্য চেন্নাই টেস্টে ধরে রাখত পারল না বাংলাদেশের ব্যাটাররা। বাংলাদেশের পেস বোলাররা মোটের উপর নিজেদের পারফরম্যান্স ধরে রাখে। বাংলাদেশের বিরুদ্ধে ১৪ টেস্টে ১২টিতে জয় পেল ভারত। ২টি টেস্ট ড্র হয়।