• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

সাঙ্গাকারার রেকর্ড ভাঙলেন ধোনি

জোহানেসবার্গ- ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ জয়ে সব ফোকাস শিখর ধাওয়ান ও ভুবনেশ্বর কুমারের দিকে থাকলেও রবিবার টি-২০ ম্যাচে মহেন্দ্র সিং ধোনি আর একটি রেকর্ড গড়লেন। ভুবনেশ্বর কুমারের বলে দক্ষিণ আফ্রিকার রীজা হেনবিক্সকে আউট করে ধোনি ২৭৫টি টি-২০ ম্যাচে ১৩৪টি ক্যাচ নিয়ে এই নজির গড়েছেন। আগে রেকর্ড ছিল শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার ২৫৪টি ট-

সাঙ্গাকারার রেকর্ড ভাঙলেন ধোনি

জোহানেসবার্গ- ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ জয়ে সব ফোকাস শিখর ধাওয়ান ও ভুবনেশ্বর কুমারের দিকে থাকলেও রবিবার টি-২০ ম্যাচে মহেন্দ্র সিং ধোনি আর একটি রেকর্ড গড়লেন।

ভুবনেশ্বর কুমারের বলে দক্ষিণ আফ্রিকার রীজা হেনবিক্সকে আউট করে ধোনি ২৭৫টি টি-২০ ম্যাচে ১৩৪টি ক্যাচ নিয়ে এই নজির গড়েছেন। আগে রেকর্ড ছিল শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার ২৫৪টি ট- টয়ান্টি মায়চে ১৩৩ ক্যাচ ধরার।

টি টোয়ান্টি আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির শিকার এ পর্যন্ত ৭৭টি। যার মধ্যে ৪৮টি ক্যাচ এবং ২৯টি স্ট্যাম্প। ধোনি যে ৪৮টি ক্যাচ নিয়েছেন তা ৮৭টি টি-২০ ম্যাচ খেলে যেটা একটা বিশ্বরেকর্ড।

সামগ্রিকভাবে টি-২০ তে ২০৪ জনকে আউট করেছেন। পাকিস্তানের কামরান আকমল ২০৩ জনকে আউট করার নজির গড়েছেন আগেই। ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-২০ ম্যাচ বুধবার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে অনুষ্ঠত হবে এবং শেষ ম্যাচ হবে শনিবার কেপটাউনে। এই দুটি ম্যাচই ভারতীয় সময় রাত সাড়ে নটায় শুরু হবে।