• facebook
  • twitter
Friday, 22 November, 2024

রাজ্যের আবেদনে সুপ্রিম কোর্টে পিছিয়ে যেতে পারে আরজি কর মামলার শুনানি 

সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানির দিন ২৭ সেপ্টেম্বর। তবে সেদিন শুনানি হবে কি না তা নিয়ে ফের অনিশ্চয়তার সূত্রপাত হয়েছে। সূত্রের খবর, রাজ্য একটি আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। ২৭ তারিখের পরিবর্তে অন্য কোনও তারিখে শুনানি হতে পারে কি না তা নিয়ে আদালতের কাছে আবেদন করা হয়েছে। সূত্রের খবর, সোমবার সুপ্রিম কোর্টে এই আবেদনের শুনানি হতে পারে। সব পক্ষের বক্তব্য শোনার পরই সিদ্ধান্ত হবে আরজি কর মামলার শুনানি পিছিয়ে যাবে, নাকি ২৭ তারিখেই হবে । 

সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানির দিন ২৭ সেপ্টেম্বর। তবে সেদিন শুনানি হবে কি না তা নিয়ে ফের অনিশ্চয়তার সূত্রপাত হয়েছে। সূত্রের খবর, রাজ্য একটি আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। ২৭ তারিখের পরিবর্তে অন্য কোনও তারিখে শুনানি হতে পারে কি না তা নিয়ে আদালতের কাছে আবেদন করা হয়েছে। সূত্রের খবর, সোমবার সুপ্রিম কোর্টে এই আবেদনের শুনানি হতে পারে। সব পক্ষের বক্তব্য শোনার পরই সিদ্ধান্ত হবে আরজি কর মামলার শুনানি পিছিয়ে যাবে, নাকি ২৭ তারিখেই হবে । 

 
চিকিৎসক অধীশ বসু জানিয়েছেন, “সুপ্রিম কোর্টের যে বেঞ্চ এই মামলা শুনছে, সেই বেঞ্চে রাজ্যের তরফে ২৭ তারিখের বদলে পিছিয়ে ৩০ তারিখ  অথবা অন্য যে কোনওদিন রাখার আবেদন জানায় হয়েছে। বেঞ্চ সোমবার সবাইকে থাকতে বলেছেন। সেখানে আলোচনা করে পদক্ষেপ করা হবে।”

 
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এই বিষয়ে বলেন, ‘এগুলো কোনও বিতর্কেরও বিষয় নয়। ২৭ তারিখের জায়গায় ৩০ তারিখ, কিংবা  ৩০ তারিখের পরিবর্তে ১ তারিখ হতেই পারে। সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলার ক্ষেত্রে এমন হয়েই থাকে । কারও কোনও অসুবিধা আছে, তাই সময় চেয়েছেন। তিনদিনের ফারাকে কিছু এসে যায় না। ‘
 
ফলে ২৭ তারিখ আরজি কর মামলার শুনানি হবে কিনা তা স্পষ্ট হবে ২৩ তারিখ।