• facebook
  • twitter
Monday, 25 November, 2024

বানভাসিদের খাদ্যসামগ্রী বিতরণ করল রানাঘাট পুলিশ জেলা

শনিবার কল্যাণী চরবীরপাড়া বাঞ্ছারাম প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণের খাদ্যসামগ্রী তুলে দিলেন কল্যাণী থানার আইসি দেবাশিস পান্ডা সহ অন্যান্য অফিসাররা।

রাজ্যের বিভিন্ন প্রান্তে বানভাসি অবস্থা। জলের তলায় একের পর এক গ্রাম। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলমগ্ন এলাকা ঘুরে দেখেছেন। ডিভিসিকে তোপ দেগে বন্যাকে ‘ম্যান মেড বন্যা’ বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

আপাতত জলের তলায় নদিয়ার কল্যাণীর বহু গ্রাম। অনেকেই ঠাঁই নিয়েছেন বিভিন্ন স্কুলভবনে। এবার বানভাসিদের পাশে দাঁড়ালেন রানাঘাট পুলিশ জেলা। শনিবার কল্যাণী চরবীরপাড়া বাঞ্ছারাম প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণের খাদ্যসামগ্রী তুলে দিলেন কল্যাণী থানার আইসি দেবাশিস পন্ডা সহ অন্যান্য অফিসাররা।

রানাঘাটের পুলিশ সুপার কুমার সানি রাজের উদ্যোগে এবং কল্যাণী থানার সহযোগিতায় এই ত্রাণ বিলি করা হয়। কল্যাণীর চরবীরপাড়ার একাংশ জলের তলায়, ডুবে গিয়েছে বহু বাড়ি। ঘর-বাড়ি হারিয়ে প্রায় ৩০টি পরিবার আশ্রয় নিয়েছে চরবীরপাড়া বাঞ্ছারাম প্রাথমিক বিদ্যালয়ে। এই ৩০ টি পরিবারের হাতেই তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী।

শিল্পী বালা নামে বাসিন্দা বলেন, জলে বাড়ি ডুবে গিয়েছে। দু’দিন ধরে বিদ্যালয়ে আশ্রয় নিয়েছি। কল্যাণী থানা আমাদের খাদ্যসামগ্রী তুলে দিয়েছে। এর জন্য অফিসারদের অসংখ্য ধন্যবাদ জানাই। পুলিশ সূত্রে খবর, বিদ্যালয়ে যাঁরা আশ্রয় নিয়েছেন, তাঁদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।