ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (আইএমপিএস) প্রক্রিয়ার মধ্য দিয়ে ভুল করে কিছু গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকে যায় ইউকো ব্যাঙ্কের ৮২০ কোটি টাকা। ইউকো ব্যাঙ্কের কিছু গ্রাহকের অ্যাকাউন্টে যাওয়া টাকা খুব দ্রুত আদায় হবে না বলেই মনে করছে ব্যাঙ্ক ব্যাঙ্ক। এখনও পর্যন্ত ভুল করে পাঠানো অর্থের ৯০ শতাংশ বা প্রায় ৭৩৮ কোটি টাকা আদায় করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ইউকো-র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও অশ্বিনী কুমার। তিনি জানান, ‘বাকি টাকা চলতি অর্থ বছরের মধ্যে আদায়ের সম্ভাবনা অনেকটাই কম।’
বণিকসভা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) সপ্তদশ ব্যাঙ্কিং কলোকুয়ামে কুমার বলেন, ‘বাকি টাকা আদায়ের লক্ষ্যে প্রক্রিয়া চালাচ্ছি। কাজ চলছে। চলতি অর্থ বছরের মধ্যে বাকি টাকা আদায় হবে কিনা তা স্পষ্ট নয়।’
গত বছরের নভেম্বরে যে সমস্ত গ্রাহকের অ্যাকাউন্টে আইএমপিএস মারফত ভুল করে টাকা চলে গিয়েছিল তার মধ্যে ৮৮ কোটি টাকা এখনও আদায় করতে হবে। মার্চ পর্যন্ত ৭২৮ কোটি টাকা আদায় সম্ভব হয়েছে। সুতরাং, মার্চের পর থেকে এখনও পর্যন্ত ৪ কোটি টাকা ইউকো ব্যাঙ্ক আদায় করেছে।
গত বছরের ১০ এবং ১১ নভেম্বর ইউকো ব্যাঙ্কের ৪১ হাজার অ্যাকাউন্ট গ্রাহকের কাছে সাতটি বেসরকারি ব্যাঙ্কের ১৪,৬০০ গ্রাহক টাকা পাঠিয়েছিল। কিন্তু, সেক্ষেত্রে যে ব্যাঙ্ক থেকে টাকা পাঠানো হয়েছিল সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে কাটা না গেলেও ইউকো ব্যাঙ্কের অ্যাকাউন্টে তা জমা পড়ে যায়। যার জেরে ইউকো ব্যাঙ্কের প্রাথমিক ক্ষতি হয় ৮২০ কোটি টাকা। ইতিমধ্যেই সিবিআইয়ের পক্ষ থেকে বিষয়টি নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।