• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মৌসুনি দ্বীপে লেলিহান অগ্নিশিখা, পুড়ে ছাই রিসর্টের কটেজ

সৌভাগ্যবশত দুর্ঘটনার সময়ে কটেজটিতে কোনও পর্যটক বা অন্য কেউ ছিলেন না।

বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার বিলাসবহুল এক রিসর্ট! গত বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণার নামখানা ব্লকের বিখ্যাত পর্যটন কেন্দ্র মৌসুনি দ্বীপে ঘটে এই ঘটনাটি। সৌভাগ্যজনকভাবে, কোনও হতাহতের কথা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার ভোর আন্দাজ ৫টার সময়ে রিসর্টের একটা কটেজ থেকে তাঁরা ধোঁয়া বেরোতে দেখেন। কিছু বুঝে উঠতে পারার আগেই সমস্ত কটেজে আগুন ধরে যায়। আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হন স্থানীয়রা। চোখের সামনে কিছুক্ষণের মধ্যেই পুড়ে ছারখার হয়ে যায় কটেজটি। স্থানীয়রা স্বভাবতই আতঙ্কিত হয়ে রয়েছেন। রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করাতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে সূত্র মোতাবেক খবর।

মৌসুনি দ্বীপ অত্যন্ত নামকরা পর্যটনস্থল। সীমিত দিনের সফরে ভ্রমণার্থী-পর্যটকরা আজকাল মৌসুনি দ্বীপকেই বেছে নিচ্ছেন, ফলে সারা বছর ধরেই পর্যটকদের আসা যাওয়া চলতেই থাকে। তবে, সৌভাগ্যবশত দুর্ঘটনার সময়ে কটেজটিতে কোনও পর্যটক বা অন্য কেউ ছিলেন না।

ওই রিসর্টের ম্যানেজার সুরজিৎ দাস জানান, আগুন লেগে রিসর্টের রান্নাঘর, খাওয়ার ঘর, ভাঁড়ার এবং অফিসঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেই সঙ্গে ভস্মীভূত হয়ে গিয়েছে দরকারি নানা কাগজপত্র। কটেজটির খড়ের ছাউনি এবং বাঁশের দেওয়াল হওয়াতেই এত সহজে আগুন ধরে গিয়েছে বলেই মনে করেন তিনি। পুজোর ঠিক আগেই এরকম দুর্ঘটনায় অনেক ক্ষতি হয়ে গিয়েছে বলে দাবি সুরজিৎবাবুর।