ই-কমার্স বহুজাতিক সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ব্যবসায়িক প্রধান হিসেবে নিযুক্ত হলেন সমীর কুমার। এর আগে এই দায়িত্বে ছিলেন মনীশ তিওয়ারি, যিনি গত মাসে হঠাৎই পদত্যাগ করেন।
অ্যামাজনের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ‘অ্যামাজনের ২৫ বছরের অভিজ্ঞ কর্মী সমীর কুমার এবার থেকে অ্যামাজন ইন্ডিয়া-র উপভোক্তা ব্যবসা দেখাশোনা করবেন, কারণ অ্যামাজন ইন্ডিয়ার বর্তমান প্রধান মনীশ তিওয়ারি অ্যামাজনের বাইরে নতুন সুযোগের অন্বেষণ করছেন।’
অ্যামাজন ইন্ডিয়ার প্রাক্তন প্রধান মনীশ ২০২০-এর জুলাই মাস থেকে এই পদে ছিলেন। গত ৬ আগস্ট তিনি পদত্যাগ করেন। সূত্রের খবর, অ্যামাজনের উঠতি মার্কেটের জন্য সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট অমিত আগরওয়ালের সঙ্গে মনীশের নানাবিধ মতপার্থক্য সৃষ্টি হয়। এর জেরেই মনীশ পদত্যাগ করেন বলে মনে করা হচ্ছে।
অমিত একটি ইমেইল মারফত জানান, অনলাইনে কেনা বা বেচার জন্য অ্যামাজন.ইন ভারতীয়দের প্রথম পছন্দ হয়ে ওঠার পিছনে মনীশের কৃতিত্ব অনস্বীকার্য। তিনি আরও বলেন, ‘অ্যামাজনের কাছে ভারত সবসময়ে অগ্রাধিকার পাবে।’
সমীরের নিয়োগ সম্পর্কে অমিতের বক্তব্য, ‘আমাদের স্থানীয় নেতৃত্ব অত্যন্তই শক্তিশালী। উঠতি মার্কেটে সমীরের যে অভিজ্ঞতা, সেটা সঙ্গে নিয়ে চলার সুযোগ হয়েছে আমাদের। ফলে, ভারতে আমাদের ব্যবসা এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে আমি বেশ আশাবাদী।’
সমীর ১৯৯৯ থেকে অ্যামাজনের সঙ্গে রয়েছেন। যে দলের নেতৃত্বে ২০১৩ সালে অ্যামাজন.ইন-এর পরিকল্পনা এবং রূপায়ণ হয়েছিল, তিনি সেই দলের একজন সদস্যও ছিলেন। তিনি ১ অক্টোবর তাঁর নতুন দায়িত্বে যোগদান করবেন। তাঁর সঙ্গে তিনি মধ্যপ্রাচ্য, দক্ষিণ আফ্রিকা এবং তুর্কির উপভোক্তা ব্যবসাপ্রধানের যে পুরোনো দায়িত্ব, তাও পালন করবেন।
এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে অ্যামাজন ইন্ডিয়ার দ্বৈত নেতৃত্বের কাঠামো তৈরি হবে বলে কোম্পানি জানিয়েছে। ‘বর্তমানে অ্যামাজন.ইন নেতৃত্বের মধ্যে সৌরভ শ্রীবাস্তব (ক্যাটেগরিজ), হর্ষ গোয়েল (দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী), অমিত নন্দা (মার্কেটপ্লেস), আস্থা জৈন (গ্রোথ ইনিশিয়েটিভস) রিপোর্ট করবে সমীরকে। কিশোর থোটা (এমার্জিং মার্কেটস শপিং এক্সপিরিয়েন্স) সরাসরি অমিতকে রিপোর্ট করবে।’