• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

নির্যাতিতার নাম মুছে ফেলতে হবে, উইকিপিডিয়াকে সুপ্রিম নির্দেশ

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, 'নির্যাতিতার নাম ও ছবি থাকতে পারে না। অবিলম্বে উইকিপিডিয়া থেকে নির্যাতিতার নাম ও ছবি সরিয়ে ফেলতে হবে।'

Supreme Court of India. (Photo Courtesy: Twitter)

আরজি করের বিষয়ে গুগলে সার্চ করলে উইকিপিডিয়ায় নির্যাতিতার নাম দেখা যাচ্ছে। আরজি কর মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয় নির্যাতিতার নাম মুছে ফেলতে হবে উইকিপিডিয়াকে। এবিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘নির্যাতিতার নাম ও ছবি থাকতে পারে না। অবিলম্বে উইকিপিডিয়া থেকে নির্যাতিতার নাম ও ছবি সরিয়ে ফেলতে হবে।’

আরজি করের ঘটনার পর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার নাম ও ছবি দেখা যেতে থাকে। এরপর কলকাতা হাইকোর্টের নজরে আসে বিষয়টি। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর থেকে সোশ্যাল মিডিয়ার পাতা থেকে নির্যাতিতার নাম ও ছবি অনেকেই সরিয়ে ফেলেন। নির্যাতিতার ছবি যাতে সোশ্যাল মিডিয়া থেকে সরানো হয় এই বিষয়ে পদক্ষেপ করে পুলিশও।

আরজি কর মামলার শুনানিতে কেন্দ্রের সলিসিটর জেনারেল (এসজি) তথা সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা, কানু আগরওয়াল উইকিপিডিয়ায় নির্যাতিতার ছবি এবং নাম থাকার বিষয়টি সামনে আনেন। ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এই বিষয়ে বাড়তি নজর দেওয়ার কথাও বলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলার শুনানিতে এর আগেও নির্যাতিতার নাম এবং ছবি প্রকাশ্যে আসায় সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছিল, কোনও ভাবেই নির্যাতিতার নাম এবং ছবি ব্যবহার করা যাবে না। কেউ যাতে নির্যাতিতার নাম, পরিচয় প্রকাশ্যে না আনে তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বলেছিলেন, ‘সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার ছবি ও নাম প্রকাশ্যে আনা ভুল হয়েছে।’