• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

জুনিয়র ডাক্তারদের দাবি মানলেন মুখ্যমন্ত্রী! সিপি, ডিসি (নর্থ) এবং দুই স্বাস্থ্যকর্তাকে বদলির সিদ্ধান্ত রাজ্যের

জুনিয়র ডাক্তারদের দাবিকে মান্যতা দিয়ে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরানো হবে বলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পাঁচ দফা দাবিকে সামনে রেখে বৈঠকে বসে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সেই বৈঠকের পরই কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলকে সরানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জুনিয়র ডাক্তারদের দাবিকে মান্যতা দিয়ে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরানো হবে বলেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি কলকাতা পুলিশের ডিসি নর্থকেও সরিয়ে দেওয়া হবে। চার জনকেই অন্য পদে দায়িত্ব দেওয়া হবে, এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চে থাকা জুনিয়র ডাক্তারদের কথায়, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা মোটের উপর সদর্থক। ৩৮ দিন ধরে চলা আন্দোলনের কাছে নতিস্বীকার করেছে রাজ্য সরকার। কর্মবিরতি এখনই তোলা হচ্ছে না। বৈঠকে যে যে আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন তা কার্যকর হলে তবেই আন্দোলন প্রত্যাহার করা হবে।’

মুখ্যমন্ত্রী আরও জানান, ‘আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবিই তাঁরা মেনে নিয়েছেন। এ বার আশা করছি আন্দোলনকারীরা কাজে ফিরবেন। ৯৯ শতাংশ দাবি মেনে নিয়েছি। জুনিয়র ডাক্তারদের পাঁচটি দাবির প্রথমটি সিবিআই এবং আদালতের বিষয়। বাকি চারটির মধ্যে তিনটে দাবিকে মান্যতা দিয়েছে রাজ্য সরকার।’