• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

সুপ্রিম শুনানির দিন তৃণমূল বিধায়কের বাড়িতে ইডির হানা

শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার বাড়িতেও হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী দল।

সুপ্রিম কোর্টে আজ আরজি করে ধর্ষণ ও খুনের মামলার শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টে শুনানির দিনই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে অভিযানে নামল ইডি। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে তৎপরতা ইডির।

আজ সকাল থেকে ইতিমধ্যেই রাজ্যের ৬ জায়গায় হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার বাড়িতেও হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী দল। বালিগঞ্জ সার্কুলার রোডে এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। এর পাশাপাশি হুগলিতেও অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা।

প্রসঙ্গত, তৃণমূল বিধায়ক তথা আরজি করের প্রাক্তন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। গত বৃহস্পতিবার সিঁথির মোড়ের কাছে বিটি রোডের ধারে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে ও তার মালিকানাধীন নার্সিংহোমে হানা দিয়েছিল সিবিআই আধিকারিকরা।

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। তারপর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর রয়েছে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের উপর।