• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

জেলা পুলিশের উদ্যোগে স্বাস্থ্য শিবির

পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ বাড়াতে উদ্যোগী পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এবার চক্ষু ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হল বর্ধমানে।

পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ বাড়াতে উদ্যোগী হল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এবার সেই কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে সাধারণ মানুষের জন্য চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হল বর্ধমানে।

জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত ওই শিবিরের জন্য সহায়তা করে ৪ বেসরকারি হাসপাতাল। শিবিরে অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়, ডিএসপি অতনু ঘোষাল, থানার আইসি দিব্যেন্দু দাস, বিশিষ্ট চিকিৎসক আবীর গুহ সহ অন্যান্যরা হাজির ছিলেন।

শিবিরে স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ, জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ সহ অন্যান্য চিকিৎসকরা হাজির থেকে সকলের স্বাস্থ্যপরীক্ষা করেন। প্রয়োজনীয় পরামর্শও দেন তাঁরা। সাধারণ মানুষের মধ্যে এই চিকিৎসা পরিষেবা পেতে আগ্রহ ছিল চোখে পড়ার মতো।