• facebook
  • twitter
Tuesday, 3 December, 2024

হিন্ডেনবার্গের বিস্ফোরক অভিযোগ ফের অস্বীকার করল আদানি গোষ্ঠী 

আদানি-হিন্ডেনবার্গ কাণ্ডে হিন্ডেনবার্গ দাবি করে ,আদানি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ৩১ কোটি ডলার , ভারতীয় মুদ্রায় প্রায় ২৬০০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে সুইৎজারল্যান্ডে। সেই দেশেরই সংবাদমাধ্যমের খবর উদ্ধৃত করে এই দাবি করে হিন্ডেনবার্গ। তবে সেই দাবি খারিজ করে পালটা বিবৃতি প্রকাশ করেছে আদানি গোষ্ঠী। সুইৎজ়ারল্যান্ডের ব্যাঙ্কে তাদের টাকা বাজেয়াপ্ত হয়নি বলেই দাবি আদানি গোষ্ঠীর । 

আদানি-হিন্ডেনবার্গ কাণ্ডে হিন্ডেনবার্গ দাবি করে ,আদানি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ৩১ কোটি ডলার , ভারতীয় মুদ্রায় প্রায় ২৬০০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে সুইৎজারল্যান্ডে। সেই দেশেরই সংবাদমাধ্যমের খবর উদ্ধৃত করে এই দাবি করে হিন্ডেনবার্গ। তবে সেই দাবি খারিজ করে পালটা বিবৃতি প্রকাশ করেছে আদানি গোষ্ঠী। সুইৎজ়ারল্যান্ডের ব্যাঙ্কে তাদের টাকা বাজেয়াপ্ত হয়নি বলেই দাবি আদানি গোষ্ঠীর ।

 
হিন্ডেনবার্গের অভিযোগ, সুইৎজারল্যান্ডের ৬টি ব্যাঙ্কের বিভিন্ন অ্যাকাউন্টে ছিল ৩১ কোটি মার্কিন ডলার। সেই অ্যাকাউন্টগুলি থেকে এই টাকা বাজেয়াপ্ত করেছে সেই দেশের সরকার। রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে বেআইনি ভাবে শেয়ার ও অর্থ লেনদেন সংক্রান্ত এক তদন্তের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ করেছে সুইৎজারল্যান্ডের কর্তৃপক্ষ।
 
হিন্ডেনবার্গের বৃহস্পতিবারের এই দাবি খারিজ করে আদানি গোষ্ঠী শুক্রবার বিবৃতি দিয়ে জানায়, ‘‘সুইস আদালতে কোনও মামলায় আমরা জড়িত নেই। আমাদের সংস্থার কোনও অ্যাকাউন্ট কোনও কর্তৃপক্ষের দ্বারা বাজেয়াপ্ত করা হয়নি।’’ 
 
হিন্ডেনবার্গের অভিযোগ, গৌতম আদানির শিল্প গোষ্ঠীর সঙ্গে যুক্ত এক ব্যক্তি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, মরিশাস এবং বারমুডার আর্থিক সংস্থায় বিনিয়োগ করেছিলেন। আর উলটে সেই সংস্থাগুলি প্রায় পুরো টাকাই লগ্নি করেছিল আদানি গোষ্ঠীর সংস্থাগুলিতে। সেই বিনিয়োগকারীর ২৬০০ কোটি টাকাই নাকি সুইস ব্যাঙ্ক থেকে বাজেয়াপ্ত হয়েছে।
 
এর আগেও আদানিকে নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্টের ধাক্কায় আদানি গোষ্ঠীর সমস্ত শেয়ারে ধস নামে। তার ঢেউ এসে লাগে শেয়ার বাজারেও । হিন্ডেনবার্গ রিপোর্টে দাবি করা হয়েছিল, বিদেশে বেনামি সংস্থা খুলে নিজেদের শেয়ার নিজেরাই কিনে নিত আদানি গোষ্ঠী। এভাবে বাজারে ভুয়ো চাহিদা সৃষ্টি করে শেয়ারের দাম বাড়ানো হত। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে এসেছে আদানি গোষ্ঠী।তাদের পাল্টা অভিযোগ ,  হিন্ডেনবার্গ রিসার্চ তার ‘মিথ্যা’ রিপোর্টের মাধ্যমে এই সংস্থাকে  অপদস্থ করার চেষ্টা করছে।