• facebook
  • twitter
Monday, 23 December, 2024

মোদির উন্নত ভারত

উপরতলার সামান্য কিছু মানুষ সম্পদের চূড়ায় বসে থেকে সমগ্র ভারতকে নিম্ন মজুরি, মূল্যবৃদ্ধি, বেকারির জালে জড়িয়ে শোষণ করলেও তাতে দোষের কিছু নেই। মোদীর কাছে এটাই উন্নত ভারতের ছবি।

উন্নত ভারতের যে স্বপ্নের ফানুস উড়িয়ে দিয়ে মোদী সরকার সম্প্রতি যেভাবে বাজার গরম করে চলেছে, তাতে আক্ষরিক অর্থে জল ঢেলে দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। তাদের ‘ওয়ার্ল্ড ডেভলপমেন্ট রিপোর্ট ২০২৪ : মিডল ইনকাম ট্র্যাপ’ রিপোর্টে যা লেখা আছে এবং যে ব্যাখ্যা দেওয়া আছে, তা তলিয়ে দেখলে বোঝা যাবে মোদীরা ঘটা করে যা প্রচার করছেন তা অলীক কষ্ট কল্পনা ছাড়া আর কিছুই নয়। পনের-কুড়ি বছরের মধ্যে ভারত উন্নত দেশ হয়ে যাবে, আমেরিকা ও ইউরোপের মতো অত্যুচ্চ সচ্ছল জীবনযাত্রায় অভ্যস্ত হবে, এসব কথা রাজনীতির ঢাক পেটানোর জন্য উপাদেয় হতে পরে, তবে রুঢ় বাস্তবতার সঙ্গে এর কোনও মিল নেই। স্বপ্ন দেখা ভালো, লক্ষ্য স্থির করাও জরুরি। কিন্তু শুধু স্বপ্ন দেখলে এবং লক্ষ্যে পৌঁছনোর সময়সূচি ঘোষণা করলেই লক্ষ্যে পৌঁছানো যায় না। তার জন্য কঠোর বাস্তবের উপর দাঁড়িয়ে বাস্তবোপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হয়।

বিশ্বব্যাঙ্কের রিপোর্ট বলছে, আজকের ভারতে অর্থনীতি যে বাস্তব ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এবং যে গতিতে অগ্রসর হচ্ছে, সেটা অব্যাহত থাকলে আমেরিকার মাথাপিছু আয় স্পর্শ করা তো দূরের কথা, তার এক-চতুর্থাংশের সমান করতে আরও ৭৫ বছর লেগে যাবে। আর চিনের মাথাপিছু আয়কে স্পর্শ করতে লাগবে মাত্র দশ বছর। ইন্দোনেশিয়া সেখানে পৌঁছতে পারবে ভারতের আগে ৭৩ বছরে।

বর্তমানে ভারতের জিডিপি অর্থাৎ আয়তন ৩.৩৬ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় ৮৫ হাজার ডলার। সম্প্রতি মোদীর নির্দেশে নীতি আয়োগ যে ভিশন পেপার তৈরি করেছে, তাতে বলা হয়েছে ২০৪৭ সালের মধ্যে ভারতের অর্থনীতির আয়তন হবে ৩০ ট্রিলিয়ন ডলার এবং মাথাপিছু আয় হবে ১৮ হাজার ডলার। ততদিনে আমেরিকা সহ উন্নত দেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলি কোথায় পৌঁছে যাবে তার কিছুটা আন্দাজ করলেও স্পষ্ট হয়ে যাবে মোদীর স্বপ্নের ঘোর কতটা।

আসলে নরেন্দ্র মোদীরা উন্নয়ন বলতে বোঝেন কেবলমাত্র জিডিপি বৃদ্ধির হার এবং জিডিপি’র পরিমাণ। মনে করেন আর্থিক বৃদ্ধি হলে সব মানুষই তার সুফল পাবে। বাস্তবে যে সেটা হয় না, তা সব মানুষেরই অভিজ্ঞতা জানান দেয়। ফাটকা কারবারীদের আর জিডিপি বৃদ্ধির হার বেশি হলে তাকে বিকাশ বলে না। বিকাশের সঙ্গে জড়িয়ে আছে মাথাপিছু আয়। তার থেকেও বড় কথা আয়ের ভারসাম্য। প্রয়োজন মানুষের রুজি, প্রকৃত ন্যূনতম আয়, বেকারত্বহীন সমাজ। পাশাপাশি, জরুরি উন্নত শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা। অর্থাৎ দেশের প্রতিটি নাগরিকের উন্নতমানের জীবনযাত্রার স্থায়ী ব্যবস্থা না হলে তাকে উন্নত দেশ বা বিকশিত দেশ বলা যায় না। মোদীদের চোখে দেখ মানে বর্ণ, হিন্দু ও বিত্তবান কর্পোরেট। উপরতলার সামান্য কিছু মানুষ সম্পদের চূড়ায় বসে থেকে সমগ্র ভারতকে নিম্ন মজুরি, মূল্যবৃদ্ধি, বেকারির জালে জড়িয়ে শোষণ করলেও তাতে দোষের কিছু নেই। মোদীর কাছে এটাই উন্নত ভারতের ছবি।