ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা। তবে এবারে কোনও শ্রমিক হতাহত হন নি। এবারে কারখানার ভিতর বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো শ্রমিক মহলে। আগুন নেভানোর কাজ চলছে। কারখানা সুত্রে জানা গিয়েছে, দুর্গাপুর ইস্পাত কারখানার আর.এম.এইচ.পি (র’ মেটেরিয়াল হ্যান্ডেলিং প্ল্যান্ট) বিভাগে বৃহস্পতিবার আনুমানিক সকাল ৭-৭.৩০ নাগাদ ২৫নং জাংশনে চুটের মধ্যে নতুন লাইনার প্লেট লাগানো হয়েছিল। সেখান থেকে সম্ভবতঃ কোকের বেল্টগুলিতে আগুন লেগে যায়। সেই আগুন ক্রমশ ২৫ নং জাংশনে ছড়িয়ে পড়ে। অপারেটররা বেল্ট চালাতে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি যে, প্রায় ঘন্টাখানেক সময় পেরিয়ে গেলেও আগুন আয়ত্বে আনা যায়নি।