• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আরজি কর দুর্নীতির তদন্তে কলকাতায় ইডির হানা

বৃহস্পতিবার ইডি আধিকারিকরা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি-সহ তিনটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন।

ইডি (File photo)

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুর্নীতির তদন্তে এবার তেড়েফুড়ে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার ইডির আধিকারিকরা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি-সহ তিনটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন।

সূত্রের খবর, নিউটাউন সংলগ্ন হাতিয়ারার নোয়াপাড়া মল্লিক বাগানে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে সাতসকালে হাজির হন ইডির আধিকারিকরা  এই বাড়িতে সন্দীপ ঘোষের মা ও বাবা থাকতেন। যদিও এখন তাঁরা সেখানে থাকেন না বলেই খবর।

লেকটাউন কালিন্দীর হাউসিং কমপ্লেক্সের সি-২৮ নম্বর বাড়িতে অকটেন মেডিক্যাল কোম্পানির অফিস রয়েছে। এই কোম্পানির মাধ্যমেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ চড়া দামে মেডিক্যাল সরঞ্জাম কিনতেন বলে অভিযোগ উঠেছে।

হাসপাতালের ক্যাফেটেরিয়ার মালিক চন্দন লৌহর টালার ফ্ল্যাটে এদিন হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকেরা। টেন্ডার না ডেকেই চন্দনকে হাসপাতালের ক্যাফেটেরিয়ার বরাত দেওয়ার অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে।