• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সাইবার অপরাধের বিরুদ্ধে প্রচারের জন্য অমিতাভ বচ্চনকে ধন্যবাদ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

একটি ভিডিওবার্তা মারফত অমিতাভ বচ্চন সাইবার অপরাধের বিরুদ্ধে সতর্কতার উপরে জোর দিয়েছেন। তিনি জানান, 'শুধু দেশ নয়, গোটা বিশ্ব জুড়ে বাড়তে থাকা সাইবার অপরাধ একটা দুশ্চিন্তার বিষয়।

সাইবার অপরাধের বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রচার চালিয়ে এক সাইবার-সুরক্ষিত ভারত গড়ে তুলবার প্রয়াসের জন্য ‘বিগ বি’-র প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিতাভ বচ্চনের প্রতি প্রশংসাজ্ঞাপন করে নিজের এক্স হ্যান্ডলে ‘সাইবার দোস্ত’ (স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার সুরক্ষা এবং নিরাপত্তার হ্যান্ডল)- এর একটি পোস্ট শেয়ার করে জানান, ‘মোদীজির ভাবনায় অনুপ্রাণিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রক সমগ্র দেশজুড়ে এক সুরক্ষিত সাইবার স্পেস তৈরি করবার লক্ষ্য স্থির। আই৪সি (ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার) এই উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমি শ্রী অমিতাভ বচ্চনজী-কে এই প্রচারে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। অমিতাভ বচ্চনজীর সক্রিয় অংশগ্রহণের ফলে সাইবার-সুরক্ষিত ভারত গড়ে তুলতে আমাদের গতি আরও ত্বরান্বিত হবে।’

সাইবার সুরক্ষার এই প্রচারমূলক অভিযানে অমিতাভ বচ্চনের অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে ‘সাইবার দোস্ত’-এর হ্যান্ডল থেকে আরও লেখা হয়, ‘কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজীর লক্ষ্যকে সমর্থন জানিয়ে ভারতকে সাইবার সুরক্ষিত করবার জন্য আই৪সি’র প্রচারে যোগদান করেছেন। আপনিও এই উদ্যোগে যোগ দিতে পারেন। সাইবার জালিয়াতির বিরুদ্ধে সতর্ক থাকুন এবং এক সাইবার-সুরক্ষিত ভারত তৈরিতে সহায়তা করুন।’

একটি ভিডিওবার্তা মারফত অমিতাভ বচ্চন সাইবার অপরাধের বিরুদ্ধে সতর্কতার উপরে জোর দিয়েছেন। তিনি জানান, ‘শুধু দেশ নয়, গোটা বিশ্ব জুড়ে বাড়তে থাকা সাইবার অপরাধ একটা দুশ্চিন্তার বিষয়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রকের আই৪সি এই সাইবার অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুরোধে আমি এই প্রচারে অংশগ্রহণ করেছি। আমি চাই আমরা সবাই যাতে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। একটু সাবধানতা অবলম্বন করলেই আমরা সাইবার অপরাধের হাত থেকে সুরক্ষিত থাকব।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার অমিত শাহ আই৪সি-র প্রথম প্রতিষ্ঠা দিবস পালন করেন এবং ‘সমন্বয়’ বলে যুগ্ম সাইবার অপরাধ তদন্ত ব্যবস্থার একটা প্ল্যাটফর্ম উদ্বোধন করেন। সরকার ২০১৮ সালের অক্টোবর মাসে আই৪সি উদ্যোগটিকে বিভিন্ন ধরনের সাইবার অপরাধের মোকাবিলার জন্য সবুজ সঙ্কেত দেয়।