বাংলা তথা ভারতের টেবল টেনিস জগত থেকে খসে পড়ল এক উজ্জ্বল নক্ষত্র। মঙ্গলবার রাতে চলে গেলেন টেবল টেনিসের ‘দ্রোণাচার্য’ জয়ন্ত পুশিলাল। মাত্র ৬৩ বছর বয়েসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বহুদিন ধরেই অসুস্থ ছিলেন। কিডনির অসুখ সহ আরও নানা রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। নারকেলডাঙায় নিজের বাড়িতেই প্রাণত্যাগ করেন তিনি।
বাংলাকে জয়ন্ত দিয়েছেন বহু প্রতিভাবান টেবল টেনিস খেলোয়াড়। অর্জুন পুরস্কার জয়ী প্যাডলার মৌমা দাস, ধ্যানচাঁদ পুরস্কারজয়ী অরূপ বসাক, অনিন্দিতা চক্রবর্তী, প্রাপ্তি বসাক প্রমুখরা তাঁর হাতেই তৈরি। বর্তমানে ভারতের জাতীয় টেবল টেনিস দল (পুরুষ)-এর কোচ সৌরভ চক্রবর্তীও একসময়ে তাঁর ছাত্র ছিলেন। দেশের বাইরে আমেরিকাতে গিয়েও কোচিং করিয়েছেন জয়ন্তবাবু।
রাষ্ট্রপতির হাত থেকে সম্প্রতি পেয়েছিলেন কোচিং-এর শ্রেষ্ঠ সম্মান, ‘দ্রোণাচার্য’ পুরস্কার। জয়ন্ত পুশিলাল ওরফে ‘বোটনদা’র প্রয়াণে শোকাহত বাংলা তথা ভারতের টেবল টেনিস সমাজ। রাজ্যের টেবল টেনিস ফেডারেশনের সেক্রেটারি শর্মি সেনগুপ্ত জানান, ‘বাংলা তথা ভারতীয় টেবল টেনিসে বোটনদার অবদান ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা একজন অভিভাবক হারালাম।’