• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভুয়ো শংসাপত্র দেখিয়ে চাকরি! গ্রেপ্তার কনস্টেবল

তাকে ভুয়ো জাতিগত শংসাপত্র বানিয়ে দিয়েছিল গ্রামেরই এই বাসিন্দা। ইতিমধ্যেই ওই ব্যক্তির তদন্ত শুরু করেছে পুলিশ।

এবার জাল শংসাপত্র দেখিয়ে পুলিশে চাকরির অভিযোগ! ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, ফণীন্দ্র মাহাতো নামে ওই ব্যক্তি সন্দেশখালীর বাসিন্দা।

জানা গিয়েছে, ভুয়ো তপসিলি শংসাপত্র দেখিয়ে কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছিলেন তিনি। তারপর বিভাগীয় নিয়ম অনুযায়ী, নথি খতিয়ে দেখার সময় ভুয়ো শংসাপত্রের বিষয়টি নজরে আসে কলকাতা পুলিশের। তারপরেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, তাকে ভুয়ো জাতিগত শংসাপত্র বানিয়ে দিয়েছিল গ্রামেরই এই বাসিন্দা। ইতিমধ্যেই ওই ব্যক্তির তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে সোমবার আদালতে তোলা হলে, আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।