• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

২৪০টি সুখোই যুদ্ধবিমান কেনার জন্য এইচএএল-এর সঙ্গে ২৬ হাজার কোটি টাকার চুক্তি সাক্ষর কেন্দ্রের

২৪০টি ইঞ্জিনের ডেলিভারি আগামী ৮ বছরের মধ্যে সম্পন্ন হবে। এই ইঞ্জিনগুলি সুখোই–৩০ বহরের অপারেশনাল ক্ষমতা বজায় রাখার জন্য ভারতীয় বায়ু সেনার প্রয়োজন মেটাবে বলে মনে করা হচ্ছে।

২৪০টি সুখোই যুদ্ধবিমান কেনার জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল)–এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করল কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রক এইচএএল–এর সঙ্গে ২৬ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে। এই অ্যারো–ইঞ্জিনগুলি এইচএএল–র কোরাপুট বিভাগের মাধ্যমে তৈরি করা হবে।

জানা গিয়েছে, ২৪০টি ইঞ্জিনের ডেলিভারি আগামী ৮ বছরের মধ্যে সম্পন্ন হবে। এই ইঞ্জিনগুলি সুখোই–৩০ বহরের অপারেশনাল ক্ষমতা বজায় রাখার জন্য ভারতীয় বায়ু সেনার প্রয়োজন মেটাবে বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা সচিব গিরিধর আরমানে এবং বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল ভিআর চৌধুরির উপস্থিতিতে এইচএএল–এর উচ্চ আধিকারিকদের সঙ্গে এই চুক্তিতে স্বাক্ষর করে মন্ত্রক।

সূত্রের খবর, প্রতিবছর এই কোম্পানিটি ৩০টি করে অ্যারো ইঞ্জিন সরবরাহ করবে। এইচএএল ভারতের ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম থেকে সাহায্য নেওয়ার পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে এমএসএমই এবং সরকারি ও বেসরকারি শিল্প। মূল লক্ষ্য হল ডেলিভারি শেষ হওয়ার আগে পর্যন্ত দেশীয় সামগ্রীর ব্যবহার ৫৪ শতাংশ বৃদ্ধি করা।