• facebook
  • twitter
Saturday, 21 September, 2024

বন্ধন ব্যাঙ্ক থেকেই এবার মেটানো যাবে জিএসটি

বন্ধন ব্যাঙ্কের এগজিকিউটিভ ডিরেক্টর এবং চিফ বিজনেস অফিসার রাজিন্দর বাব্বর বলেন, জিএসটি কর সংগ্রহের সুবিধার মাধ্যমে আমরা গ্রাহকদের কাছে সরকারি পরিষেবাগুলি নিয়ে আসার পথে আরও একধাপ এগিয়ে গেলাম।

বন্ধন ব্যাঙ্ক থেকে মিলবে এবার নতুন পরিষেবা। এই ব্যাঙ্কের মাধ্যমেই মেটানো যাবে জিএসটি। পরিষেবা পাবেন অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকরাও। সরকার নাগরিকদের জন্য ব্যবসা আরও সহজ করার দিকে মনোনিবেশ করছে। এই পরিস্থিতিতে বন্ধন ব্যাঙ্ক উন্নত ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই পরিষেবা চালু করল।

জানা গিয়েছে, অনলাইন ও অফলাইনে মেটানো যাবে এই জিএসটি। অফলাইনের ক্ষেত্রে নগদ, চেক এবং ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জিএসটি মেটাতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি রিটেল ইন্টারনেট ব্যাঙ্কিং ও কর্পোরেট ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই পরিষেবা পাওয়া যাবে। বন্ধন ব্যাঙ্কের এগজিকিউটিভ ডিরেক্টর এবং চিফ বিজনেস অফিসার রাজিন্দর বাব্বর বলেন, জিএসটি কর সংগ্রহের সুবিধার মাধ্যমে আমরা গ্রাহকদের কাছে সরকারি পরিষেবাগুলি নিয়ে আসার পথে আরও একধাপ এগিয়ে গেলাম।