• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

বাঁকুড়ায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

সম্প্রতি ঘটে যাওয়া আরজি কর কাণ্ডের আবহে খবরে আসছে একের পর নারী নির্যাতনের ঘটনা। এবার শিরোনামে বাঁকুড়ার বেলিয়াতোড় গ্রাম। শ্লীলতাহানির শিকার কলেজপড়ুয়া এক ছাত্রী!

সম্প্রতি ঘটে যাওয়া আরজি কর কাণ্ডের আবহে খবরে আসছে একের পর নারী নির্যাতনের ঘটনা। এবার শিরোনামে বাঁকুড়ার বেলিয়াতোড় গ্রাম। শ্লীলতাহানির শিকার কলেজপড়ুয়া এক ছাত্রী!

স্থানীয় সূত্রে খবর, গত সোমবার বিকেলে নির্যাতিতা রাস্তায় তাঁর এক পরিচিতার সঙ্গে বেরিয়েছিলেন। হঠাৎই তিন যুবক বাইকে করে এসে তাঁদের পিছু নেয়। একটা ফাঁকা রাস্তায় বাইক থামিয়ে সমানে উত্ত্যক্ত করতে থাকে তাঁদের। নির্যাতিতার মোবাইল নম্বরও চায় তারা, যা তিনি দিতে চাননি। নম্বর না দেওয়ায় তারা ওই কলেজপড়ুয়া ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। 

নির্যাতিতা আর তাঁর সঙ্গিনীর চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে আসে গ্রামবাসীরা। স্থানীয়দের আসতে দেখে তিন দুষ্কৃতী বাইক ফেলে রেখেই পালিয়ে যায়। এদের মধ্যে দু’জন আবার গতকাল রাতে ফেলে রেখে যাওয়া বাইক উদ্ধার করতে আসে।

খবর পেয়েই গ্রামবাসীরা তাদের ধরে ফেলে এবং আটকে রাখে। খবর দেওয়া হয় বেলিয়াতোড় থানায়। পুলিশ গ্রামে পৌঁছোলে তাদের ঘিরে বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারি ও শাস্তির দাবি জানায় তারা।