• facebook
  • twitter
Friday, 22 November, 2024

পাঁচড়া গ্রামে অভয়া ক্লিনিক

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ডাক্তার মৃণাল কান্তি ঘোষ বলেন, 'ভগ্নপ্রায় হাসপাতালের অবস্থা দেখে খুব কষ্ট হলো, এলাকার মানুষ বহুদিন ধরে চিকিৎসা থেকে বঞ্চিত।'

রাজ্যের অনান্য জেলার সঙ্গে আরজি কর হাসপাতালে কর্মরত ডাক্তারকে খুন ও ধর্ষণের বিচারের দাবিতে শহর বর্ধমানেও খোলা হল ‘অভয়া ক্লিনিক’।  বিচার দেরিতে হওয়ার প্রতিবাদে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের ডাকে বর্ধমান মেডিক্যালের জুনিয়র ডাক্তাররা বর্ধমান টাউনহল প্রাঙ্গণে অভয়া ক্লিনিক পরিষেবা চালু করলেন।

এছাড়াও জুনিয়র ডাক্তারদের ছয়-সাত জনের টিম করে জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। এদিন জামালপুর ব্লকের পাঁচড়া গ্রামের পরিত্যক্ত স্বাস্থ্যকেন্দ্রে অভয়া ক্লিনিক পরিষেবা দেওয়া হয়। বিদ্যুৎহীন পরিত্যক্ত হাসপাতালে ব্যাটারি চালিত আলো ও মোবাইলের আলো জ্বেলে চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধও দেন। গ্রামের মানুষ বহুদিন পর এই হাসপাতাল প্রাঙ্গণে চিকিৎসার সুযোগ পেয়ে লাইন দিয়ে পরিষেবা গ্রহণ করেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ডাক্তার মৃণাল কান্তি ঘোষ বলেন, ‘ভগ্নপ্রায় হাসপাতালের অবস্থা দেখে খুব কষ্ট হলো, এলাকার মানুষ বহুদিন ধরে চিকিৎসা থেকে বঞ্চিত।’

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তনী ডাঃ অরিন্দম বিশ্বাস বলেন, ‘অভয়ার বিচারের দাবিতে চিকিৎসক সহ সারা পৃথিবীর মানুষ যখন আন্দোলনে নেমেছে, তখন আমাদের বাকরুদ্ধ করার জন্য পুলিশ প্রশাসন সাধারণ মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। সেজন্যই প্রত্যন্ত গ্রামে এসে অভয়া ক্লিনিক খোলা হল।