• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ঘুটিয়ারি শরিফ স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ব্যাহত ট্রেন চলাচল

রবিবার সকাল ১০টা নাগাদ ঘুটিয়ারি শরিফ স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের একটি দোকানে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

শিয়ালদহ দক্ষিণ শাখার ঘুটিয়ারি শরিফ স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ভস্মীভূত বেশ কয়েকটি দোকান। রবিবার সকাল ১০টা নাগাদ ঘুটিয়ারি শরিফ স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের একটি দোকানে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

আগুন লাগার সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। অগ্নিকাণ্ডের কারণে স্টেশনে থাকা যাত্রী ও হকারদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আতঙ্কিত হয়ে পালাতে শুরু করেন অনেকে। যদিও কী কারণে আগুন লাগল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নেভাতে শুরু করেছে। ঘটনাস্থলে রয়েছে রেল পুলিশ।

দমকল কর্মীরা আগুন নেভাতে যথেষ্ট প্রতিকূলতার মধ্যে পড়েন। পরিস্থিতি সামাল দিতে ক্যানিং, বারুইপুর থেকে দমকলের আরও ইঞ্জিন আনা হয়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে দমকলের আধিকারিকরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। সূত্রের খবর, আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে।