কলকাতা শহরের ই-বর্জ্য সংগ্রহ করতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুরসভা৷ পুরসভা সূত্রে খবর, রাজ্য পলিউশন কন্ট্রোল বোর্ড এবং ‘ওয়েবেল’র সাহায্যে এই পরিকল্পনা বাস্তবায়িত করছে পুরসভা৷ এদিন আনুষ্ঠানিকভাবে একটি ‘মোবাইল অ্যাপ’ প্রকাশ করা হয়৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম৷ কলকাতা পুরসভার প্রতিটি ব্যুরোতেই এই ই-বর্জ্য সংগ্রহ করা হবে বলে খবর৷ বদলে নির্ধারিত অর্থরাশি দেওয়া হবে বর্জ্য প্রদানকারীদের৷ মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘আমাদের প্রত্যেকের বাডি়তেই প্রচুর নষ্ট বৈদু্যতিক সামগ্রী পডে় থাকে৷ সেগুলি এই পদ্ধতিতে জমা দিলে বর্জ্য যেমন কমবে, তেমন বদলে টাকা পাবেন বিক্রেতারা’।
বাবুল সুপ্রিয়ের কথায়, ‘রোজ ৩৩ কলকাতায় মেট্রিক টন ই-বর্জ্য কলকাতায় জমা হচ্ছে৷ এগুলিকে একত্রিত করতে পারলে পরিবেশ রক্ষা পাবে৷’ পুরসভা সূত্রে খবর, আগামী দু’মাসের মধ্যেই গোটা শহরে সম্পূর্নভাবে শুরু হয়ে যাবে ই-বর্জ্য সংগ্রহের কাজ৷