• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ফেডেরাল ট্যাক্স মামলায় দোষী সাব্যস্ত বাইডেন-পুত্র হান্টার

মাদক, যৌনকর্মী এবং বিলাসবহুল জীবনযাত্রার পেছনে হান্টার ১.৪ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন

ফেডারেল ট্যাক্স মামলায় দোষী সাব্যস্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুত্র হান্টার বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এই রায় ডেমোক্রেটিক পার্টিকে অস্বস্তিতে ফেললো বলেই মত রাজনৈতিক মহলের। বৃহস্পতিবার হান্টার বাইডেনকে দোষী সাব্যস্ত করার সময় লস অ্যাঞ্জেলেস ফেডারেল আদালতের বিচারক মার্ক স্কারসি জানান, মাদক, যৌনকর্মী এবং বিলাসবহুল জীবনযাত্রার পেছনে হান্টার ১.৪ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন কিন্তু সেগুলি কোথা থেকে এলো তার কোনও হিসেব দিতে পারেননি। উপরন্তু এই খরচ করা টাকার কোনও করও দেননি তিনি; যা একটি ফৌজদারি অপরাধ। এই মামলায় দোষী সাব্যস্ত হলেও এখনই সাজা ঘোষণা হয়নি। তবে মার্কিন আইন অনুসারে এই মামলায় হান্টারের ১৭ বছর পর্যন্ত কারাবাস এবং ৪৫০,০০০ মার্কিন ডলার জরিমানা হতে পারে।