• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ইএম বাইপাসে অভিনব প্রতিবাদ, মানববন্ধনে শামিল চিকিৎসক থেকে আমজনতা

বহু সাধারণ মানুষকেও যোগদান করতে দেখা যায় এই প্রতিবাদে৷ বিকেল পাঁচটায় শুরু হয় এই মানবন্ধন কর্মসূচি৷ তবে কিছুক্ষণের মধ্যেই নামে বৃষ্টি৷ যদিও তাতে ভিড় কমার বদলে, বেড়ে যায় অনেকখানি৷

একে অপরের হাত ধরে এক অন্য ভাষায় প্রতিবাদ দেখল কলকাতা শহর৷ আরজি করের চিকিৎসক-পড়ুয়ার নির্মম হত্যার ঘটনায় গোটা শহর নেমেছে রাজপথে৷ রাত দখলের কর্মসূচি থেকে শুরু করে, স্বাস্থ্য ভবন অভিযান, কিংবা লালবাজারের পথে ধরনা, শহর কলকাতা একের পর এক প্রতিবাদের সাক্ষী থাকছে প্রতিনিয়ত৷ এবার অভিনব এক পদ্ধতিতে প্রতিবাদে শামিল হতে দেখা গেল চিকিৎসক-কর্মী সহ আমজনতাকে৷ মঙ্গলবার ইএম বাইপাসের ধারে, রাস্তার একদিকে মানববন্ধন তৈরি করে অভিনব উপায়ে প্রতিবাদে শামিল হন শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা৷

যানচলাচল ব্যাহত না করেই, পাটুলি থেকে উল্টোডাঙ্গামুখী রাস্তার এক ধারে, এক দিক ধরে, প্রতিবাদে শামিল হন তাঁরা৷ বহু সাধারণ মানুষকেও যোগদান করতে দেখা যায় এই প্রতিবাদে৷ বিকেল পাঁচটায় শুরু হয় এই মানবন্ধন কর্মসূচি৷ তবে কিছুক্ষণের মধ্যেই নামে বৃষ্টি৷ যদিও তাতে ভিড় কমার বদলে, বেড়ে যায় অনেকখানি৷ এদিন প্রত্যেকের মুখে মুখে ঘুরতে শোনা যায় একটাই স্লোগান, “আমার স্বর, তোমার স্বর, জাস্টিস ফর আরজি কর৷”