আরব সাগরে উদ্ধার অভিযানে গিয়ে দুর্ঘটনায় পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার। নিখোঁজ উপকূলরক্ষী বাহিনীর তিন কর্মী। উপকূলরক্ষী বাহিনীর ওই হেলিকপ্টারটি সোমবার রাতে গুজরাট উপকূলের কাছে আরব সাগরে ভেঙে পড়ে। তারপর থেকেই নিখোঁজ হেলিকপ্টারে থাকা তিন কর্মী। সোমবার রাতে আরব সাগরে একটি মোটর ট্যাঙ্কারের কর্মী গুরুতর আহত হয়েছিলেন। তাঁকে উদ্ধার করতেই উপকূলরক্ষী বাহিনীর একটি দল হেলিকপ্টারে করে রওনা হয়। সেই সময় জরুরি অবতরণ করতে গিয়ে হেলিকপ্টারটি ভেঙে পড়ে ।
গুজরাটের পরবন্দর এলাকা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে মোটর ট্যাঙ্কার হরি লীলা থেকে একজন আহত ক্রু সদস্যকে উদ্ধার করতে সোমবার রাট ১১ টা নাগাদ যায় হেলিকপ্টারটি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে গেলে সেটি আরব সাগরে ভেঙে পড়ে। হেলিকপ্টারে উপকূলরক্ষী বাহিনীর চার জন কর্মী ছিলেন। উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, হেলিকপ্টারদের ধ্বংসস্তূপ কোন জায়গায় পড়ে রয়েছে, তা চিহ্নিত করা হয়েছে। বাহিনীর এক জন কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি তিন জনের খোঁজে এখনও অভিযান চলছে।
দুর্ঘটনার পর উদ্ধারের জন্য উপকূলরক্ষী বাহিনীর চারটি জাহাজ এবং দু’টি হেলিকপ্টার পাঠানো হয়েছে। উল্লেখ্য, দিন তিনেক আগেই কেদারনাথ ধামে নদীতে ভেঙে পড়েছিল হেলিকপ্টার। শনিবার সকালে সেনার এমআই-১৭ কপ্টারে করে বেসকারি হেলিকপ্টার নিয়ে যাওয়া হচ্ছিল। তার কিছু দিন আগে বঙ্গোপসাগরে একটি ডুবন্ত পণ্যবাহী জাহাজ থেকে বেশ কয়েক জনকে উদ্ধার করেছিল উপকূলরক্ষী বাহিনী। জাহাজটি কলকাতা থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উদ্দেশে যাচ্ছিল। যে কোনও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সমুদ্রে উদ্ধার অভিযান চালাতে বিশেষ প্রশিক্ষণ রয়েছে উপকূলরক্ষী বাহিনীর। কিন্তু সোমবার রাতে কপ্টারটি ভেঙে আরব সাগরে পড়ে যায়। রাতের অন্ধকারে হেলিকপ্টার চিহ্নিত করে উদ্ধারকাজ চালাতে কিছুটা সময় ব্যয় হয়। ফলে আশঙ্কা করা হচ্ছে গভীর সমুদ্রে ডুবে গিয়ে মৃত্যু হতে পারে বাকি তিন ক্রু সদস্যের।