জম্মু ও কাশ্মীরে ভোটের আবহে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়ত কনফারেন্সের নেতা সৈয়দ সেলিম গিলানি সোমবার যোগ দিলেন পিডিপিতে এদিন পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতির উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে দলীয় সদস্যপদ গ্রহণ করেন তিনি তবে পিডিপিতে যোগ দিলেও গিলানি ভোটে লড়বেন না বলে জানিয়েছেন মেহবুবা। পিডিপি সভানেত্রী দাবি করেন, গিলানিকে ভোটে লড়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি এবারের বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেই জানিয়েছেন।
সোমবার গিলানির হাতে দলীয় পতাকা তুলে দেন মেহবুবা মুফতি। গিলানি বলেন, ‘পিডিপি এমন একটি দল, যে দল মানুষের গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার এবং মানবাধিকার নিয়ে কথা বলে। এই দল কাশ্মীর সমস্যার সমাধানের কথা বলে। তাই আমি মনে করি যোগদান করতে হলে পিডিপিতেই করা উচিত।’ এদিন তিনি আরও বলেন, বন্দুক এবং হিংসার মাধ্যমে কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান হবে না।
১৮ সেপ্টেম্বর কাশ্মীরে ভোট শুরু। তার আগে লাগাতার জঙ্গি হামলা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে উপত্যকায়। এর মধ্যেই এক জঙ্গি নেতার এই পদক্ষেপে কাশ্মীরে শান্তিপ্রক্রিয়ার পক্ষে ইতিবাচক অগ্রগতি হবে বলে মনে করা হচ্ছে। বিপরীতে প্রভাবশালী হুরিয়ত নেতার এই পদক্ষেপ কাশ্মীর উপত্যকায় বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
হুরিয়তের কার্যনির্বাহী পরিষদের সহযোগী গিলানি একদা সাবির শাহ এবং মিরওয়াইজ ওমর ফারুকের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিন দশকেরও বেশি সময় ধরে গিলানি বিচ্ছিন্নতাবাদী রাজনীতিতে জড়িত ছিলেন।