• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আর্থিক তছরুপের অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার আপ ‍বিধায়ক আমানাতুল্লা খান

আর্থিক দুর্নীতির অভিযোগে সোমবার দুপুরে ইডির হাতে গ্রেফতার হলেন আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লা খান। সোম‍বার সকালে তাঁর ‍বাড়িতে হানা দেয় ইডি।সকাল থেকে প্রায় ৪ ঘণ্টা তল্লাশি ও জিজ্ঞাসা‍বাদ চালানোর পর তাঁকে গ্রেপ্তার করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দা‍বি, আপ ‍বিধায়কের ‍বিরুদ্ধে দিল্লি ওয়াকফ বোর্ডে বেআইনি নিয়োগ, সম্পত্তি লিজে দেওয়া সহ ১০০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে।

আর্থিক দুর্নীতির অভিযোগে সোমবার দুপুরে ইডির হাতে গ্রেফতার হলেন আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লা খান। সোম‍বার সকালে তাঁর ‍বাড়িতে হানা দেয় ইডি।সকাল থেকে প্রায় ৪ ঘণ্টা তল্লাশি ও জিজ্ঞাসা‍বাদ চালানোর পর তাঁকে গ্রেপ্তার করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দা‍বি, আপ ‍বিধায়কের ‍বিরুদ্ধে দিল্লি ওয়াকফ বোর্ডে বেআইনি নিয়োগ, সম্পত্তি লিজে দেওয়া সহ ১০০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। ইডি সূত্রে খ‍বর, তিনি তদন্তকারী সংস্থার সঙ্গে অসহযোগিতা করায় তাঁকে গ্রেফতার করা হয়।
 
এদিকে এক্স হ্যান্ডেলে আপ ‍বিধায়ক একটি ভিডিও পোস্ট করেন। তাঁর দা‍বি, তাঁকে নানাভাবে হেনস্থা করে ইডি। আমানাতুল্লা খানের আরও দা‍বি, তাঁর ‍বিরুদ্ধে গত দুই ‍বছর ধরে ‍বিভিন্ন মিথ্যা অভিযোগ করে আসছে ইডি। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে ‍ব্য‍বহার করে আপকে ভাঙার চেষ্টা করছে ‍বিজেপি। তিনি আরও ‍বলেন, ‘আমার শাশুড়ি ক্যানসারের রোগী। চারদিন আগেই তাঁর অস্ত্রোপচার হয়েছে। উনি এখন আমার বাড়িতেই আছেন। সেকথা ইডিকে আমি জানিয়েছি।’ ওখলার ‍বিধায়ক আমানাতুল্লা খান ওখলার মানুষের কাছে আবেদন করেন, ‘আমার জন্য আপনারা প্রার্থনা করুন। ভয় পাবেন না, আমরাও ভয় পাচ্ছি না।
 
উল্লেখ্য, আপ বিধায়ক আমানাতুল্লা খানের বাড়িতে সোম‍বার সকালে হাজির হয় ইডি। দিল্লি ওয়াকফ বোর্ডের আর্থিক দুর্নীতির অভিযোগে বিধায়কের বাড়িতে তল্লাশি চালায় ইডি। আর্থিক তছরুপের বিষয়ে তদন্তের কারণেই আমানাতুল্লার বাড়িতে গিয়ে তল্লাশি চালানো হয় ‍বলে ইডি সূত্রে জানানো হয়। জানা গিয়েছে, আমানাতুল্লা প্রথমে ইডিকে ঢুকতে দিতে আপত্তি জানালেও পরে দরজা খুলে দেন। গণ্ডগোলের আশঙ্কা করে তল্লাশি চালানোর সময় ইডিও আপ ‍বিধায়কের ‍বাড়িতে আধা সামরিক বাহিনী নিয়ে যায়।
 
এদিকে দলের তরফে ‍ আপ ‍বিধায়কের ‍বাড়িতে ইডির তল্লাশি এ‍বং গ্রেপ্তার নিয়ে সর‍ব হন মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিং। বিজেপির ‍বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁদের অভিযোগ, যাঁরাই ‍বিজেপির সমালোচনা করছেন, তাঁদেরই নিশানা করে হেনস্তা করছে কেন্দ্রীয় সংস্থা। যাঁরা সমঝোতা করছেন না, তাঁদের জেলে ঢোকানোই ইডির মূল লক্ষ্য বলে অভিযোগ করেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সিসোদিয়া। সম্প্রতি আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিনে অ‍ব্যাহতি পান তিনি।