• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

বালির দর নিয়ে বচসা, বাবুঘাটে গুলিবিদ্ধ লরি চালক; গ্রেপ্তার ২

গুলিবিদ্ধ লরি চালক কান্তি সিংহ হাওড়ার বাসিন্দা । তিনি বালিবাহী লরি চালান। বালির দর কষাকষি করতে গিয়ে অভিযুক্তদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কান্তিবাবু। এরপরই বাবুঘাটের বাজেকদমতলা ঘাটে রবিবার রাত ২ টো নাগাদ কান্তি সিংহকে গুলি করা হয়।

রবিবার গভীর রাতে কলকাতার বাবুঘাটে এক লরি চালককে লক্ষ্য করে গুলি চালানো হল। এই ঘটনায় এদিন রাতেই ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত এখনও পলাতক। জখম লরি চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ লরি চালক কান্তি সিংহ হাওড়ার বাসিন্দা । তিনি বালিবাহী লরি চালান। বালির দর কষাকষি করতে গিয়ে অভিযুক্তদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কান্তিবাবু। এরপরই বাবুঘাটের বাজেকদমতলা ঘাটে রবিবার রাত ২ টো নাগাদ কান্তি সিংহকে গুলি করা হয়।

জানা গিয়েছে, যিনি গুলি চালিয়েছেন তাঁর নাম টিঙ্কু। তাঁর সঙ্গে ছিলেন আরিফ, আসিফ, ও দানিশ নামের ৩ যুবক। এদের মধ্যে আসিফ ও আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ । তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। সূত্রের খবর, কোহিনুর মার্কেট এলাকায় বালিভর্তি লরি নিয়ে যাওয়ার বরাত দেওয়া হয়েছিল লরির চালককে। সেই মতো লরির মালিকের সঙ্গে ৩৩ হাজার টাকায় ডিল রফা হয় । পূর্ব পরিকল্পনা মতো লরি পৌঁছলে ৩৩ হাজারের বদলে ২৮ হাজার টাকা দেওয়া হয়। এ বিষয়টি লরি মালিককে ফোন করে জানানো হলে তিনি চালককে লরি নিয়ে ফিরে আসার নির্দেশ দেন। সেই নির্দেশ মেনে বালিভর্তি লরি বাবুঘাটে ফিরে আসে। ওদিকে টিঙ্কুরাও বাবুঘাটে এসে লরির চালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বচসা চলাকালীনই কান্তিবাবুকে লক্ষ্য করে পর পর ৪ রাউন্ড গুলি চালিয়ে পালায় টিঙ্কু।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ময়দান ও উত্তর বন্দর থানার পুলিশ। জখম লরির চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পুলিশ কর্মীরা। তিনি বর্তমানে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ । ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।