• facebook
  • twitter
Monday, 25 November, 2024

মোহনবাগানে বড় চিন্তা বাড়ল আলবার্তোর চোট

রক্ষণভাগ আরও দুর্বল হয়ে গেল সবুজ মেরুন ব্রিগেডের। কোচ হোসে মোলিনা বেশ চিন্তায় পড়ে গেছেন।

ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টসকে হারতে হলো নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে। স্বাভাবিকভাবে এই হারের যন্ত্রণা মোহনবাগান শিবিরে খেলা করছে। তারপরে কলকাতা ফুটবল নিয়ে সুপার সিক্সে খেলবার পথ হারিয়েছে। সামনে আইএসএল ফুটবল। শনিবার ডুরান্ড কাপ ফাইনালে খেলতে নেমে দলের অন্যতম ভরসা ফুটবলার আলবার্তে রডরিগেজ চোট পেয়ে মাঠ ছাড়েন। আলবার্তোর চোট বেশ গুরুতর। তাই আইএসএল ফুটবলের প্রথম ম্যাচে খেলতে পারবেন না আলবার্তো। তাই রক্ষণভাগ আরও দুর্বল হয়ে গেল সবুজ মেরুন ব্রিগেডের। কোচ হোসে মোলিনা বেশ চিন্তায় পড়ে গেছেন।

আগামী ১৩ সেপ্টেম্বর আইএসএল ফুটবলে প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। ওই ম্যাচে আলবার্তোর খেলা নিয়ে সংশয় তৈরি হওয়াতে কোচ মোলিনা পরিকল্পনা কীভাবে কষবেন সেটাই দেখবার বিষয়। আসলে রক্ষণভাগের দুর্বলতার জন্যে অনেক ম্যাচেই গোল করতে হয়েছে। এই ব্যাপারটা উপলব্ধি করে কোচ এখন নতুন ভাবনা কষছেন।